'ব্রা-প্যান্টিও রাখা যাবে না শরীরে', নগ্ন হওয়ার প্রস্তাব শুনেই বেজায় চটেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন

বির্তক, সমালোচনা কোনভাবেই যেন তার পিছু ছাড়ে না। বচ্চন পুত্র ঐশ্বর্যকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। নীল মণির জাঁদুতে আসমুদ্র হিমাচল জুড়ে তার অগণিত ভক্ত।সম্প্রতি ঐশ্বর্যর একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে নগ্নতা, সঙ্গম নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। 

Riya Das | Published : Sep 18, 2022 9:35 AM
19
'ব্রা-প্যান্টিও রাখা যাবে না শরীরে', নগ্ন হওয়ার প্রস্তাব শুনেই বেজায় চটেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন

বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে পেজ থ্রি সবসময়েই সরগরম। লাইমলাইটে তাকে আসতে হয় না বরং লাইমলাইটে সর্বদাই তিনি থাকেন শীর্ষে। দ্বিতীয় সন্তান, প্রেগন্যান্সি নিয়ে শিরোনামে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। যদিও এ বিষয়ে মোটেই মুখ খোলেননি রাই সুন্দরী। 

29

রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে বলিউডের  বচ্চন পরিবার। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন পরিবার। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্যও মুখিয়ে রয়েছে ভক্তরা।  বির্তক, সমালোচনা কোনভাবেই যেন তার পিছু ছাড়ে না। বচ্চন পুত্র ঐশ্বর্যকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। নীল মণির জাঁদুতে আসমুদ্র হিমাচল জুড়ে তার অগণিত ভক্ত।
 

39

সম্প্রতি ঐশ্বর্যর একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে নগ্নতা, সঙ্গম নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েছেন অ্যাশ। তবে তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন, বরং সাংবাদিকের যোগ্য জবাব দিয়েছেন কড়া ভাষায়।  ঐশ্বর্যর পুরোনো সাক্ষাৎকার নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।

49

ঐশ্বর্যকে একবার এক ফ্রেঞ্চ সাংবাদিক প্রশ্ন করেন পর্দায় নগ্নতার সুযোগ এলে কী করবেন। এই প্রশ্ন শুনেই বেজায় চটে যান ঐশ্বর্য। তবে এই প্রশ্নের উত্তর দিতেও অস্বীকার করেননি নায়িকা। বরং উল্টে ওই সাংবাদিককে প্রশ্ন করেছিলেন 'আপনি কি গাইনোকলজিস্ট?'
 

59

অ্যাশ জানিয়েছিলেন, আমি পর্দায় কখনও নগ্ন হয়নি। আর ভবিষ্যতে কোনওদিনও নগ্ন হওয়ার ইচ্ছা নেই। ঐশ্বর্যর জবাব শুনেও ক্ষান্ত হননি সেই ফ্রেঞ্চ সাংবাদিক। বারবার নগ্নতা নিয়েই প্রশ্নবারে জেরবার করতে থাকেন ঐশ্বর্যকে।

69

নগ্নতা নিয়ে সাক্ষাৎকারে একের পর এক প্রশ্ন উঠতেই রেগে আগুন হয়ে যান  ঐশ্বর্য। শেষমেষ নিজেকে রাগ সামলাতে না পেরে ক্যামেরার সামনেই ঐশ্বর্য বলেন, আমার তো মনে হচ্ছে আমি আমার গাইনির সঙ্গে কথা বলছি। বন্ধু আমার, তুমি একজন সাংবাদিক, এটা ভুলে যেও না। দয়া করে তুমি নিজের জায়গায় থাকো।

79

নগ্নতা নিয়ে সাক্ষাৎকারে একের পর এক প্রশ্ন উঠতেই রেগে আগুন হয়ে যান  ঐশ্বর্য। শেষমেষ নিজেকে রাগ সামলাতে না পেরে ক্যামেরার সামনেই ঐশ্বর্য বলেন, আমার তো মনে হচ্ছে আমি আমার গাইনির সঙ্গে কথা বলছি। বন্ধু আমার, তুমি একজন সাংবাদিক, এটা ভুলে যেও না। দয়া করে তুমি নিজের জায়গায় থাকো।

89


দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে অভিনয় করতে চলেছেন জুনিয়র বচ্চন ও রাই সুন্দরী। আরাধ্যার জন্মের পর রূপোলি পর্দা থেকে দূরে সরে গেলেও ফের কাজে ফিরেছেন ঐশ্বর্য। আপতত মনিরত্নমের 'পোন্নিয়ান সেলভান'  ছবিতে কামব্যাক করেছেন ঐশ্বর্য। ইতিমধ্যেই ঐশ্বর্যর লুকে মুগ্ধ হয়েছেন দর্শকরা। রানি নন্দিনীর লুকে রাই সুন্দরী দেখে চোখ ফেরাতে পারছেন না দর্শকরা

99

 ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে। ঐশ্বর্যকে দেখে সকলেই মুগ্ধ হয়েছেন। একদিকে যেমন তাকে রাজকন্যা নন্দিনীর চরিত্রে দেখা যাবে তেমনই আবার মন্দাকিনী চরিত্রেও ধরা দেবেন অভিষেক ঘরনি।  'পোন্নিয়ান সেলভান' ছবিতে খলনায়িকা হিসেবে নজর কাড়বেন ঐশ্বর্য রাই বচ্চন।উল্লেখ্য, ২০১৪ সালে ফ্যানি খান ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। মণি রত্নমের এই ছবিতেই দীর্ঘ বিরতির পর কামব্যাক করতে দেখা যাবে নায়িকাকে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos