রণবীর কাপুরই তার বাবা, এমনটাই জানত ছোট্ট আরাধ্যা

ঐশ্বর্যা রাই বচ্চন।  বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী। তাকে নিয়ে  উন্মাদনার শেষ নেয় দর্শকমহলে। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা প্রকাশ্যে আসার পর চক্ষু চড়কগাছ হয়েছে সকলেরই। ঘটনাটি বছর খানেক আগের।  ছোট্ট আরাধ্যা বাবা বলেই  জানতেন রণবীরকে। এমনকী বাবা ডাকতে ডাকতে ঝাঁপিয়েও পড়েছিলেন অভিনেতার কোলে। একথা খোদ স্বীকার করেছেন বলি অভিনেত্রী ঐশ্বর্য। জেনে নিন আসল ঘটনাটি।

Riya Das | Published : Mar 13, 2020 10:47 AM IST
18
রণবীর কাপুরই তার বাবা,  এমনটাই জানত ছোট্ট আরাধ্যা
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে প্রথমবার অভিনয় করতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুরকে।
28
ছবির শ্যুটিং চলাকালীন বহুবারই আরাধ্যা শ্যুটিং ফ্লোরে যেত।
38
ঐশ্বর্য জানিয়েছেন, আরাধ্যাকে যখন মুম্বই থেকে বাইরে নিয়ে যাই, তখনই রণবীরকে দেখে বাবা ডেকে ফেলেছিল।
48
ঐশ্বর্য আরও জানিয়েছেন, আসলে সেদিন রণবীর মাথায় টুপি ও লম্বা কোট পড়েছিল। আর অভিষেকও কোট আর টুপি পড়ে। তাই পেশাক বিভ্রাটেই আরাধ্যা ওকে বাবা ডেকে ফেলেছিল।
58
ব্যাপারটাতে ঐশ্বর্য বেশ খুশিই হয়েছে। কারণ ছোটবেলায় ঋষি কাপুরের ফ্যান ছিলেন অভিনেত্রী। আর এখন মেয়ে আরাধ্যা রণবীর কাপুরের ফ্যান।
68
রণবীরকে আঙ্কেলের বদলে আরকে বলতেই বেশি পছন্দ করে আরাধ্যা।
78
শুধু তাই নয়, রণবীরের ছবি 'তামাশা'র মটরগস্তি গানের তালে নাচও বেশ পছন্দের আরাধ্যার।
88
রণবীরকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল আরাধ্যা।
Share this Photo Gallery
click me!

Latest Videos