একবার নয়, একাধিকবার এই কারণের জন্যই 'থালাইভা'র প্রস্তাবে রাজি হননি ঐশ্বর্য

 ঐশ্বর্যা রাই বচ্চন।  বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী। তাকে নিয়ে  উন্মাদনার শেষ নেয় দর্শকমহলে। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা প্রকাশ্যে আসার পর চক্ষু চড়কগাছ হয়েছে সকলেরই। ঘটনাটি অনেকদিন আগের হলেও বেশ আলোচনায় উঠে এসেছে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের  সঙ্গে ছবি করার জন্য এককথায় পাগল হয়ে থাকেন অভিনেত্রীরা। কিন্তু ঐশ্বর্য এমন এক অভিনেত্রী যিনি একবার নয়, চারবার থালাইভার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। জানুন কেন।

Riya Das | Published : Apr 27, 2020 2:12 PM
110
একবার নয়, একাধিকবার এই কারণের জন্যই 'থালাইভা'র প্রস্তাবে রাজি হননি ঐশ্বর্য

বলিউডের প্রথম সারির তাবড় তাবড় অভিনেত্রীরা তাদের ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী সিনেমা দিয়েই। 

210

প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনও নিজের কেরিয়ার শুরু করেছিলেন তামিল ছবি দিয়ে। ১৯৯৭ সালে মনিরত্নমের ছবি 'ইরুভার'-এ তাকে প্রথম দেখা গিয়েছিল। 

310

বলিউডে আসার আগে বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেই নজর কেড়েছিলেন ঐশ্বর্য। কিন্তু দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তিনি একবার নয় একাধিকবার  ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

410

তামিল চলচ্চিত্রের জন্য ঐশ্বর্যকে প্রস্তাব দেওয়া হলে তিনি সটান না করে দিয়েছিলেন।

510


একটি সাক্ষাৎকারে রজনীকান্তই সেই কথাই তুলে ধরেছিলেন।
 

610


রজনীকান্ত আরও জানিয়েছেন চন্দ্রমুখীর চরিত্রের জন্য তাকে অফার করা হয়েছিল। ঐশ্বর্য যদি তাতে অভিনয় করত তাহলে কি হতো।

710


এরকম বহু সিনেমাতেই রজনীর বিপরীতে অভিনয়ের জন্য অফার করা হয়েছিল বলিউডের প্রাক্তন বিশ্ব সুন্দরীকে। কিন্তু ততবারই তা ফিরিয়ে দিয়েছেন ঐশ্বর্য।

810

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের  সঙ্গে ছবি করার জন্য এককথায় পাগল হয়ে থাকেন অভিনেত্রীরা।

910

কিন্তু ঐশ্বর্য এমন এক অভিনেত্রী যিনি একবার নয়, চারবার থালাইভার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

1010


পরপর চারবার রজনীকান্তের সঙ্গে  অভিনয়ে না করার পর অবশেষে হিন্দি ছবি 'রোবট'-এ তাদের একসঙ্গে দেখা গেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos