লাইট-ক্যামেরা-অ্যাকশন এখন অনেক দূরে। সকলেই এখন গৃহবন্দি।
210
গৃহবন্দি দশায় সময় কাটাতে সমস্ত তারকারাই পুরোনো নস্টালজিয়ায় ডুব দিয়েছেন। করিনা কাপুরও রয়েছেন সেই তালিকায়।
310
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শান্তির নীড়-এর ছবি শেয়ার করেছেন বলিউডের বেবো।
410
সকলে যখন ঘরবন্দি তখন নিজের বাড়ির বাগানে শুয়েই সেই অপার সুখে ডুব দিয়েছেন করিনা কাপুর খান। পাশে রয়েছেন সইফ আলি খানও।
510
বছরে দুবার তারা ঘুরতে যান। সমুদ্র সৈকত হোক কিংবা সুইজারল্যান্ড, নিজেদের কোয়ালিটি টাইম কাটানোর জন্য সর্বদা তার পছন্দের ডেস্টিনেশনে পাড়ি জমান। তবে এইবছর কোথাও বেড়াতে না গেলেও সকলের মধ্যে থেকেও সময় করে কোয়ালিটি টাইম ঠিক বার করে নিয়েছেন সইফ-করিনা।
610
নিজের সোশ্যালে শেয়ার করা মাত্রই ছবিগুলি নেটিজেনদের নজর কেড়েছে।
710
নো মেকআপ লুকে অভিনেত্রী নিজের সেলফিও পোস্ট করেছেন। আপাতত লকডাউনের জেরে ঘরবন্দি হয়ে সময় কাটাচ্ছেন করিনা। ঘরের কাজে নিজেকে ব্যস্ত করে রেখেছেন অভিনেত্রী।
কখনও গাছ লাগিয়ে তো কখনও আবার বাবার সঙ্গে রং করে বাগান সাজাতে ব্যস্ত হয়ে রয়েছেন পতৌদির ছোটা নবাব।
1010
সম্প্রতি বহুদিন আগের পুরনো ছবি পোস্ট করে মনের ইচ্ছে প্রকাশ করেছেন বেবো। স্বামী সইফ আলি খান এভং ছেলে তৈমুর ছিল তার সফরসঙ্গী। লাল বিকিনিতে জ্বলন্ত আগুনের মতো জ্বলজ্বল করছেন করিনা । মুহূর্তের মধ্যে তার এই ছবি নজর কেড়েছে নেটিজেনদের।