ঐশ্বর্যের জন্যই মহিমার সঙ্গে বিচ্ছেদ, আজও সেই স্মৃতি ভোলেননি পরদেশ পরিচালক

ছবির দুনিয়ায় হাজারও ওঠা পড়ার মাঝে লুকিয়ে থাকে তারকাদের নানা অজানা গল্প। যে পরিচালকের সঙ্গে জুটি বেঁধে আজ কেউ হিট দিচ্ছে, দুদিনের মাথায় সেই পরিচালককেই আর চিনতে পারেন না অনেকে। তারকাদের সঙ্গেও একই ঘটনা ঘটে। একই পরিস্থিতির শিকার হয়েছিলেন সুভাষ ঘাই। ঠিক কী ঘটেছিল...

Jayita Chandra | Published : Sep 17, 2020 2:45 AM IST
19
ঐশ্বর্যের জন্যই মহিমার সঙ্গে বিচ্ছেদ, আজও সেই স্মৃতি ভোলেননি পরদেশ পরিচালক

মহিমা চৌধুরী ও সুভাষ ঘাই জুটি মানেই হিট ছবি পরদেশ। আজও বলিউডের এভার গ্রীন এই ছবিতে মুগ্ধ দর্শকেরা। 

29

মহিমা চৌধুরীকে এক ভিন্ন লুক ও পরিচিতি তৈরি করে দিয়েছিল এই ছবি। সেখান থেকেই শুরু তাঁর জনপ্রিয়তা।

39

কিন্তু কয়েকদিনের মধ্যেই মহিমার সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ ঘটে এই পরিচালকের। মহিমা জানিয়েছিলেন বুলিং ও অসংলগ্ন আচরণের কথাও। 

49

যা নিয়ে পরবর্তীতে মুখ খুলেছিলেন সুভাষ ঘাই। তাঁর কথায় মহিমার এই অভিযোগ ভিত্তি হীন। 

59

আসল কারণ জানা রয়েছে তাঁর। হিট ছবি পরদেশের পরই তাল ছবি নিয়ে কাজ শুরু করেন সুভাষ ঘাই। সেই ছবির জন্য তাঁর পছন্দের তাবিকাতে ছিলেন চার অভিনেত্রী। 

69

করিশ্মা কাপুর, মহিমা চৌধুরী, করিনা কাপুর ও ঐশ্বর্য রাই। কিন্তু সুভাষের পছন্দ হয়েছিল ঐশ্বর্যকে। 

79

এই ছবিতে প্রস্তাব না পাওয়ার পর থেকেই বেজায় চটে যান মহিমা চৌধুরী। তারপর থেকেই তিনি পরিচালকের নামে একাধিক অভিযোগ হানে। 

89

সুভাষ ঘাইয়ের কথায়, ছবি সর্বদা সম্পর্ক দিয়ে হয় না। যে চরিত্রের জন্য যাঁকে পছন্দ বা যে ফিট, ছবিতে তাঁকেই নেওয়া উচিৎ। 

99

সুভাষের মনে হয়েছিল ঐশ্বর্যই তালের জন্য সঠিক নির্বাচন। তিনি তাই করেছিলেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos