বেসামাল পরিস্থিতি, সকলের সামনে অঝোরে কেঁদে ফেললেন ঐশ্বর্য, কী ঘটেছিল সেদিন

ঐশ্বর্য রাই বচ্চন মানেই স্পটলাইন। বলিউড ডিভা যেখানেই থাকুন না কেন পাপারাৎজিদের দল মুহূর্তে পৌঁচ্ছে যান সেখানে। তবে সব সময় সময় ইভেন্ট কী মনের মত হয়! তারকারাও একাধিক সময় বেসামাল হয়ে পড়েন। 

Jayita Chandra | Published : Jul 26, 2020 6:24 AM IST
18
বেসামাল পরিস্থিতি, সকলের সামনে অঝোরে কেঁদে ফেললেন ঐশ্বর্য, কী ঘটেছিল সেদিন

ঐশ্বর্য রাই বচ্চন মানেই স্পটলাইট। বলিউডের স্টারেদের দেখা মাত্রই ফ্লেমবন্দি করে থাকেন পাপারাৎজিদের দল। 

28

তবে সামনে যদি থাকে ঐশ্বর্য তবে তো বলাই বাহুল্য। এমনই এক ইভেন্টে উপস্থিত হয়েছিলেন পাপারাৎজিদের দল। 

38

ইভেন্ট তারকাদারে কাছে বিশেষ কিছু না, অহরহ তাঁরা উপস্থিত হয়ে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে এক বিশেষ ইভেন্টে ঐশ্বর্যকে দেখে ঘাবরে দিয়েছিলেন অনেকেই। 

48

সকলের সামনে ঐশ্বর্যের চোখে জল, অঝোরে কেঁদে ফেলেন বচ্চন বধূ, সেই বিশেষ অনুষ্ঠান ঠিল তাঁ বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী। 

58

সেদিন তিনি তাঁর মা বৃন্দা রাই বচ্চন ও মেয়ে আরাধ্যাও উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। সেই বিশেষ দিনে ১০০ শিশুর অপারেশনের ভার গ্রহণ করেন বচ্চন বধু। 

68

যথারীতি খবর পেয়ে সেখানে হাজির হয়ে যা হাজার হাজার চিত্রসাংবাদিক। তবে তাঁদের দেখা মাত্রই, ক্যামেরার সাটারের শব্দে সব শিশুরা ভয় পেয়ে যায়। 

78

ভয় পেয়ে যায় ছোট্ট আরাধ্যাও। সকলকে সামালানোর চেষ্টা করেও যখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না, তখন ঐশ্বর্য চিত্রসাংবাদিকের উদ্যেশে একটু থামার অনুরোধ জানাতে গিয়ে কেঁদে ফেলেন।

88

জানিয়ে ছিলেন ঐশ্বর্য, এটা কোনও সাধারণ ইভেন্ট নয়, এর মর্মটা বঝুন। আর পাঁচটা ইভেন্টের সঙ্গে একে গুলিয়ে ফেললে চলবে না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos