কাজলের পরণে শাড়ি দেখলেই মাথায় হাত পড়ে অজয়ের, অভিনেত্রীর গোপন রহস্য ফাঁস

কাজল ও অজয় দেবগণের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ কতটা যে মজবুত তা এক কথায়বলতে গেলে সকলের নজর কাড়ে। এই দুই সেলেবই একে অন্যকে চোখে হারায়। তবে শ্যুটিং সেট হোক বা প্রমোশন, কাজলের এই একটা সিদ্ধান্তেই নাজেহাল হতে হয় অজয়কে... 

Jayita Chandra | Published : Sep 22, 2020 9:16 AM
18
কাজলের পরণে শাড়ি দেখলেই মাথায় হাত পড়ে অজয়ের, অভিনেত্রীর গোপন রহস্য ফাঁস

অজয় দেবগণ ও কাজলের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণের কথা সকলেরই জানা। প্রথম থেকেই এই জুটি একে অন্যকে সাপোর্ট করে আসছে পর্দায়। 

28

ব্যাকস্টেজের ছবিটাও ঠিক তেমনই। তবে কেবল সাপোর্ট করাই নয়, এই একটা কারণে রীতিমত নাজেহাল হতে হয় অজয়কে। 

38

কাজল খুব একটা ভালো শাড়ি পরতে পারেন না। পরলেও তা তিনি সামলাতে পারেন না। 

48

ফলে কাজলের পরণে শাড়ি দেখলেই অজয়ের পড়ে যায় মাথায় হাত। সেই দিনটার জন্য ঘাম ছুঁটে যায় অভিনেতার।

58

তানাজি ছবির প্রমোশনে এসে এমনটাই জানিয়েছিলেন অজয়। তাঁর কথায় কাজল শাড়ি পরা মানেই তাঁর এক দিকের কাঁধ ঝুঁকে যায়। তাতেই হয় বিপত্তি। কোনও দিকেই মন দেওয়া যায় না। 

68

পাশাপাশি তা স্বীকারও করে নেন কাজল। তিনি জানান, শাড়ি পরে সামলানোটা সত্যি চাপের। বিশেষ করে শ্যুটিং-এর সময়।

78

কাজলের কথায়, একদিকে তাঁকে দেখতে সুন্দর লাগতে হবে, পাশাপাশি তাঁকে বুঝতে দিলে চলবে না যে তাঁর শাড়ি খুলে যাচ্ছে। 

88

যার ফলে কাজলের কাছে শাড়ি পরাটাই একটা মস্ত চ্যালেঞ্জের কাজ। যার জেরে জেরবার কাজল ও অজয় দুজনেই। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos