কাজলের আগে একাধিক সেলেবর সঙ্গে ঘনিষ্ট অজয়, তালিকায় বলিউডের কোন কোন সেলেব

Published : Feb 15, 2021, 09:03 AM IST

দেখতে দেখতে কাটলো কুড়ি বছর। এখনও অক্ষত কাজল ও অজয় দেবগণ সম্পর্ক। বলিউডের এই জুটিকে সেভাবে কখনও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক জাহির করতে দেখা যায় না। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে, তাদের একসঙ্গে দেখা গেলেও তাদের সম্পর্কের রসায়ণ খুব একটা চর্চার বিষয় হয়ে ওঠেনি কখনই। 

PREV
19
কাজলের আগে একাধিক সেলেবর সঙ্গে ঘনিষ্ট অজয়, তালিকায় বলিউডের কোন কোন সেলেব

মাঝে একবার শাহরুখ খানের বিপরীতে কাজলের অভিনয় নিয়ে নানান গুজব রটেছিল বি টাউনে। 

29

শোনা গিয়েছিল এই বিষয় নাকি আপত্তি জানিয়ে ছিলেন অজয়। যদিও সে প্রসঙ্গে রয়েছে কতটা সত্যতা, সে বিষয়  যথেষ্ট সন্দেহ থেকেই যায়। 

39

দুই তারকার জীবন নিয়েই একসময় প্রতিনিয়ত নানান খবর শোনা যেত এক সময়। কিন্তু এখন তারা স্থিত। ভালোই আছেন  এই দম্পতি। 

49

কিন্তু প্রশ্ন হল অজয় দেবগণের জীবনে কি প্রথম প্রেমই কাজল ছিলেন, অবশ্যই উত্তর আসবে না। অনেকেরই হয়তো জানা নেই সেই খবর। 

59

তিনি অপরিচিত কেউ নন, খোদ বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন। তারই সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে যুক্ত  ছিলেন অজয় দেবগণ। 

69

তাদের সম্পর্কের জল এতদূর গড়ায় যে দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হলে নাকি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন রবিনা। . 

79

এখানেই শেষ নয়, পরবর্তিতে বেশ কিছু দিন করিশ্মা কাপুরের সঙ্গেও সম্পর্কে লিপ্ত থাকেন এই অভিনেতা। 

89

এরপর কাজলের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন অজয় দেবগণ। সেখানেই ইতি। এরপর দীর্ঘ দিনের সুখের সংসার তৈরি করা। পথ চলা একই সঙ্গে। 

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories