সইফের বিয়ে, করিনার বয়স মাত্র ১১, বাবা-মায়ের সঙ্গে নিমন্ত্রিত বেবোকে বেটা বলেই ডেকেছিলেন সইফ

Published : Feb 15, 2021, 08:00 AM ISTUpdated : Feb 15, 2021, 08:01 AM IST

করিনা কাপুরের বয়স তখন মাত্র এগারো বছর। বিয়ের পিঁড়িতে বসেছিলেন সইফ আলি খান। বিয়ে খেতে গিয়েছিলেন তিনি তখনও জানতেন না ভবিষ্যতের কথা। পরবর্তীতে সেই জুটির বিয়ে ঘোষণা হতেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।  

PREV
19
সইফের বিয়ে, করিনার বয়স মাত্র ১১, বাবা-মায়ের সঙ্গে নিমন্ত্রিত বেবোকে বেটা বলেই ডেকেছিলেন সইফ

সইফ আলি খান যখন বিয়ের পিঁড়িতে বসেছিলেন, তখন করিনা কাপুর নেহাতই ছোট। সাল ১৯৯১। 

29

অমৃতার সঙ্গে বিয়ের আসরে সকলের নজর কেড়েছিলেন সইফ। সেখানেই তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন ছোট্ট  ছোট্ট বেবো।  

39

বয়স তখন তাঁর মাত্র ১১ বছর। সইফ উপহার নিয়ে বলেছিলেন থ্যাঙ্ক ইউ বেটা। 

49

এর ঠিক ২১ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসলেন সইফ আলি খান। পাত্রী করিনা কাপুর। 

59

খবর ছড়িয়ে পড়তেই ট্রোলে ভরে উঠেছিল নেট দুনিয়া। একসময় তিনি শিশুজ্ঞানে দেখতেন করিনাকে। 

69

করিশ্মা কাপুরের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবিতে অভিনয় করেছেন সইফ। মাঝে মধ্যেই সেটে হাজির থাকতেন করিনা কাপুর। 

79

তখন করিনার সঙ্গে বেটা বলেই কথা বলতেন সইফ আলি খান। সেই বার্তাই নতুন করে ফিরে আসে ২০১২-তে। 

89

যখন করিনা ও সইফ বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বর্তমানে এই জুটি চুটিয়ে সংসারে মত্ত। এক সময় ছোট্ট সারাও  সইফকে সাপোর্ট করেছিল প্রেম কাহিনি এগোতে।  

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

click me!

Recommended Stories