ঘাড় ভেঙে গুরুতর আহত, মৃত্যুর মুখ থেকে কীভাবে বেঁচে ফিরেছিলেন অক্ষয়

 বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে নিয়ে টিনসেল টাউন সবসময়েই সরগরম।  ৫৩-তে পা দিলেন অক্ষয় কুমার।  লকডাউনে অভিনেতা-অভিনেত্রীদের পুরোনো সাক্ষাৎকার, গসিপ, ভিডিওতে মজেছে নেটিজেনরা। তেমনই জন্মদিনে অক্ষয় কুমারেরও একটি পুরোনো ঘটনা ভাইরাল হয়েছে। যেখানে স্টান্ট করতে গিয়ে ঘাড় ভেঙে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন অক্ষয়, কীভাবে বেঁচে ফিরেছেলেন মৃত্যুর মুখ থেকে জানলে অবাক হবেন।

Riya Das | Published : Sep 9, 2020 12:35 PM / Updated: Sep 09 2020, 12:37 PM IST
19
ঘাড় ভেঙে গুরুতর আহত, মৃত্যুর মুখ থেকে কীভাবে বেঁচে ফিরেছিলেন অক্ষয়

বলিউডের অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে, তিনি হলেন অক্ষয় কুমার।

29


নিজের ছবিতেই একাধিকবার স্টান্ট করতে গিয়ে আহত হয়েছিলেন বলিউডের খিলাড়ি। 

39

শুটিংয়ের সময়  স্টান্ট করতে গিয়েই গুরুতর চোট পেয়েছিলেন অক্ষয় কুমার। যাতে খুব খারাপভাবেই আঘাত পেয়েছিলেন অক্ষয়।

49


শুটিংয়ের সময় স্টান্ট করতে গিয়েই ঘাড় ভেঙে যায় অক্ষয় কুমারের। সালটা ১৯৯৬।  খিলাদিও কা খিলাড়ি সিনেমার শুটিং চলাকালীনই ঘটনাটি ঘটে।

59

ছবিটিতে অক্ষয় কুমার এবং আন্ডারটেকারের একটি স্টান্টের দৃশ্য ছিল যেখানে অক্ষয় কুমারকে আন্ডারটেকারকে কাধে তুলে নিয়ে যেতে হয়েছিল।

69

এই দৃশ্যের সময়েই ৩৫০ পাউন্ডের আন্ডারটেকারকে অক্ষয় যখন ঘাড়ে তুলেছিল, তখনই অতিরিক্ত ওজনের কারণে তার ঘাড় ভেঙে  যায়।

79

ছবিটি সুপারহিটের তকমা পেয়েছিল। সামান্য বাজেটের এই ছবিই তখন কোটি কোটি টাকা আয় করেছিল।

89

এই ছবিতেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে রেখা ও অক্ষয়ের।

99

মুহূর্তের মধ্যে তাদের ঘনিষ্ঠতার খবর দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos