'Big Size' নিতম্ব থেকে বক্ষ-বিভাজিকায় কাঁপছে বি-টাউন, ফ্যাশনিস্তা মালাইকার এই গোপন রহস্য জানেন

Published : Oct 18, 2021, 09:01 AM IST

কখনও স্তনযুগল উন্মুক্ত করে, অনাবৃত উরু দেখিয়ে  আবার কখনও নিতম্ব বার করে, ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো ঝড় তুলছেন মালাইকা।  ৫০ -এর কোটায় পৌঁছেও সেক্সি চাবুক ফিগারে ঘায়েল সাইবারহবাসী।  তবে সেক্সি ফিগারের এই শরীরী খেলা মোটেই পছন্দ নয় মালাইকার, জানেন কি অভিনেত্রী হওয়ার আগে  কী হতে চেয়েছিলেন নায়িকা, খোদ  জানালেন বলি ফ্যাশনিস্তা মালাইকা।  

PREV
19
'Big Size' নিতম্ব থেকে বক্ষ-বিভাজিকায় কাঁপছে বি-টাউন, ফ্যাশনিস্তা মালাইকার এই গোপন রহস্য জানেন

বয়স বাড়লেও তার মন ও শরীর যেন ২০-র যুবতী। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা (Malaika Arora)।

29


মালাইকার সেক্সি চাবুক ফিগারের নেশায় বুঁদ আট থেকে অষ্টাদশী।  জনপ্রিয় অভিনেত্রী তথা ফিটনেস গুরু হিসেবেও তাকে মানেন অনেকেই।

39


৪৭-এর মালাইকাকে বডি ফিটনেসে টেক্কা দেওয়া মুশকিল। সেক্সি ফিগার ধরে রাখতে নিয়মিত যোগাভ্যাসও করেন অভিনেত্রী।

49

সেক্সি ফিগারের এই শরীরী খেলা মোটেই পছন্দ নয় মালাইকার, অভিনেত্রী হওয়ার আগে  কী হতে চেয়েছিলেন নায়িকা, খোদ  জানালেন বলি ফ্যাশনিস্তা মালাইকা।

59

 লাইট-ক্যামেরা-অ্যাকশন, গ্ল্যামারের ঝলকানির আগে শিক্ষিকা হতে চেয়েছিলেন মালাইকা। মনোবিজ্ঞান ছিল নায়িকা পছন্দের বিষয়।

69

মনোবিজ্ঞান এতটাই পছন্দের ছিল যে খুব সহজেই মানুষের মন ও শরীরের ভাষা বুঝতে সিদ্ধহস্ত মালাইকা (Malaika Arora)।

79

তবে শিক্ষিকা আর হয়ে ওঠা হয়নি মালাইকার, শেষমেষ টিনসেন টাউনে  নিজের জায়গা পাকিয়ে নেন মালাইকা (Malaika Arora)।
 

89

 বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। মালাইকার উপর যেন সর্বদাই পাপারাৎজির চোখ রয়েছে। তিনি যেখানেই যান সেখানেই যেন ফোকাস থাকে পাপারাৎজির।

99

অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন ফ্যাশন আইকন মালাইকা।শরীর নিয়ে খেলা করতে তিনি যে বেশ সিদ্ধহস্ত তার প্রমাণ একাধিকবার মিলেছে।

click me!

Recommended Stories