বলিউড তো হল এবার কি হলিউডে পাড়ি আলিয়ার, গাঁটছড়া বাধলেন আন্তর্জাতিক এজেন্সির সঙ্গে

Published : Jul 09, 2021, 12:56 PM IST

মহেশ ভাটের কন্যা হিসেবে নয়, বরং নিজের অভিনয় দক্ষতা দিয়েই বলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছেন আলিয়া ভাট। বয়সে অনেকটা ছোট হলেও বি-টাউনের প্রথমসারিতেই রয়েছেন আলিয়া ভাট। তবে বলিউড তারকারা সবসময়েই চান হলিউডে পাড়ি জমাতে। এবার সেই তালিকায় চলে এলেন আলিয়া ভাট। আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে নাকি চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। তবে কি সত্যিই হলিউডে পাড়ি দিচ্ছেন কাপুর পরিবারের হবু বউমা।  

PREV
111
বলিউড তো হল এবার কি হলিউডে পাড়ি আলিয়ার, গাঁটছড়া  বাধলেন আন্তর্জাতিক এজেন্সির সঙ্গে

কিছু না কিছু করেই সর্বদাই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। এবারও তেমনটাই করলেন আলিয়া।

211


বলিউড অতীত,  তবে কি হলিউডই পরবর্তী লক্ষ্য আলিয়ার। সাম্প্রতিক ইঙ্গিত তেমনটাই বলছে।
 

311

মহেশ ভাটের কন্যা হিসেবে নয়, বরং নিজের অভিনয় দক্ষতা দিয়েই বলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছেন আলিয়া ভাট। 

411

 বলিউড তারকারা সবসময়েই চান হলিউডে পাড়ি জমাতে। ইতিমধ্যেই প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন হলিউডে পাড়ি জমিয়েছেন। এবার সেই তালিকায় চলে এলেন আলিয়া ভাট। 
 

511

প্রিয়ঙ্কার চোপড়া এবং দীপিকা পাড়ুকোনকে অনুসরণ করেই নাকি হলিউডে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছেন আলিয়া ভাট।
 

611


ইতিমধ্যেই আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে নাকি চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। তবে কি সত্যিই হলিউডে পাড়ি দিচ্ছেন কাপুর পরিবারের হবু বউমা।

711


সূত্রের খবর,আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এজেন্সির সঙ্গে নাকি এক নতুন চুক্তি স্বাক্ষর করেছেন আলিয়া।

811

হলিউডের পরিচিত তারকা বেন অ্যাফলেক, ক্রিশ্চিয়ান বেলের প্রোফাইল হ্যান্ডেল করে থাকে আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।

911


'স্লামডগ মিলিওনেয়ার' খ্যাত ফ্রিডা পিন্টোরও ট্যালেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেন তার। এবার সেই তালিকায় যুক্ত হল আলিয়ার নাম।

1011


একদিকে হলিউডে কাজ করার ইচ্ছা অন্যদিকে নিজেই প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন আলিয়া। সেই সংস্থার প্রথম ছবি 'ডার্লিং' -এর শুটও শুরু করেছেন আলিয়া।

1111

এখানেই শেষ নয়, দীর্ঘ ৫ বছর পর আলিয়া নিয়ে বড়পর্দায় ফিরছেন আলিয়া ভাট। 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'। ছবিতে আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে। শেষবারের মতোন 'গাল্লি বয়' ছবিতে একসঙ্গে দেখা গেছিল দুজনকে। ফের আলিয়া-রণবীর ম্যাজিক দেখতে চলেছে দর্শক।
 

click me!

Recommended Stories