এখানেই শেষ নয়, দীর্ঘ ৫ বছর পর আলিয়া নিয়ে বড়পর্দায় ফিরছেন আলিয়া ভাট। 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'। ছবিতে আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে। শেষবারের মতোন 'গাল্লি বয়' ছবিতে একসঙ্গে দেখা গেছিল দুজনকে। ফের আলিয়া-রণবীর ম্যাজিক দেখতে চলেছে দর্শক।