Published : Feb 07, 2021, 05:41 PM ISTUpdated : Feb 07, 2021, 05:49 PM IST
লাইট-ক্যামেরা-অ্যাকশন-বলিউড এসব এখন অতীত। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন আলিয়া ভাট। পরিচালক মহেশ ভাটের ছোট কন্যা হিসেবে নয়, বরং অল্প বয়সেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে বি-টাউনে দাপটের সঙ্গে অভিনয় করছেন আলিয়া। একঘেয়েমি কাটাতেই অভিনেত্রী ছুটি কাটাতে উড়ে গিয়েছেন মলদ্বীপে। সমুদ্র সৈকতে বিকিনি ক্ল্যাডকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। স্তনযুগল এবং নিতম্বের গভীর খাঁজেই নেশা ধরেছে কামুক ভক্তদের।
ছবিতে ডিনার ডেট বলেই ক্যাপশনে দিয়েছেন আলিয়া। তা দেখা মাত্রই জল্পনা যেন আরও জটিল হচ্ছে। ক্যামেরার পিছনের মানুষটিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।
88
বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত রণবীর কাপুর ও আলিয়া ভাট। কবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউডে এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই।