ঠিক কী ঘটেছিল, কচিতে পরপর দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সানির। এইজন্য নিয়েছিলেন 29 লক্ষ টাকা।
410
কিন্তু যথাসময়ে সানি অনুষ্ঠানে হাজির হননি। তাতে কি রীতিমতো মেজাজ হারায় আয়োজকেরা।
510
সরাসরি পুলিশের দ্বারস্থ হন তারা। জানেন সানি লিওন কথা রাখেনি, তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ।
610
তবে ঘনিষ্ঠ সূত্রে খবর আসে উল্টো। সানি 29 লক্ষ নয় 12 লক্ষ টাকা নিয়েছিলেন। শুধু তাই নয় বারবার পাল্টাচ্ছিল সিডিউল।
710
মোট পাঁচবার ক্যানসেল হয়েছে এই অনুষ্ঠানে। যার ফলে সানির পক্ষে ডেট ফিক্স করা সম্ভব হয়নি।
810
মোট পাঁচবার ক্যানসেল হয়েছে এই অনুষ্ঠানে। যার ফলে সানির পক্ষে ডেট ফিক্স করা সম্ভব হয়নি।
910
এই নিয়ে বর্তমানে পুলিশি জেরার মুখে সানি। যদিও প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী। তবে বলিউডে এমন ঘটনা নতুন নয়।
1010
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।