মাতৃত্বের আভায় লাস্যময়ী আলিয়া, বেবি শাওয়ারের অনুষ্ঠানে আদরে-চুমুতে ভরিয়ে দিলেন হবু বাবা রণবীর

খুব শীঘ্রই মা হচ্ছেন আলিয়া ভাট।  অন্তঃসত্ত্বা আলিয়া ভাটকে নিয়ে চর্চা যেন থামবার নয়। হবু মা আলিয়ার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। গত বুধবারই আলিয়ার বেবি শাওয়ারের অনুষ্ঠান হয়ে গেল। মা সোনি রাজদান ও শাশুড়ি নীতু কাপুর আলিয়ার জন্য বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে তারিখ  প্রথমে জানা না গেলেও বেবি শাওয়ারের প্রতিটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে হলুদ রঙের সালোয়ার কামিজে হবু মা আলিয়াকে দেখা গেছে। চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠেছে মাতৃত্বের আভা। বেবিবাম্প ধরে ছবিতে পোজও দিয়েছেন অভিনেত্রী। বেবি শাওয়ার অনুষ্ঠানে আলিয়ার এই লুক এখন ভাইরাল নেটদুনিয়ায়।

Riya Das | Published : Oct 7, 2022 11:11 AM
111
মাতৃত্বের আভায় লাস্যময়ী আলিয়া, বেবি শাওয়ারের অনুষ্ঠানে আদরে-চুমুতে ভরিয়ে দিলেন হবু বাবা রণবীর

বলিউড কাপলদের মধ্যে সর্বদাই নজর কাড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আলিয়া ভাটকে নিয়ে চর্চার শেষ নেই। চলতি বছরের শেষেই মা হতে চলেছেন আলিয়া ভাট  গত বুধবারই আলিয়ার বেবি শাওয়ারের অনুষ্ঠান হয়ে গেল। 

211

মা হওয়ার হিড়িক পড়েছে টিনসেল টাউনে। তার মধ্যে আলিয়াকে নিয়ে জল্পনার শেষ নেই। কারণ বিয়ের মাস দুয়েক যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন আলিয়া ভাট। জুন মাসেই মা হওয়ার সুখবর দিয়েছেন আলিয়া। অন্তঃসত্ত্বা আলিয়া ভাটকে নিয়ে চর্চা যেন থামবার নয়।

311


 হবু মা আলিয়ার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। গত বুধবারই আলিয়ার বেবি শাওয়ারের অনুষ্ঠান হয়ে গেল। মা সোনি রাজদান ও শাশুড়ি নীতু কাপুর আলিয়ার জন্য বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই এই অনুষ্ঠান হয়েছে।

411

 অনুষ্ঠানে তারিখ  প্রথমে জানা না গেলেও বেবি শাওয়ারের প্রতিটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে হলুদ রঙের সালোয়ার কামিজে হবু মা-কে দেখা গেছে। চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠেছে মাতৃত্বের আভা। বেবিবাম্প ধরে ছবিতে পোজও দিয়েছেন অভিনেত্রী। বেবি শাওয়ার অনুষ্ঠানে আলিয়ার এই লুক এখন ভাইরাল নেটদুনিয়ায়।

511


সাধের অনুষ্ঠানে হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছিলেন আলিয়া ভাট, তার সঙ্গে জরি পাড়ের হলুদ পাজামা ও ম্যাচিং ওড়না পরেছিলেন। হবু মায়ের মাতৃত্বকালীন জেল্লা যেন ঠিকরে বেরোচ্ছে।  সকলের সঙ্গে একাধিক ছবিতে পোজ দিয়েছেন আলিয়া।

611


হলুদ পোশাকের উপর দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে বেবিবাম্প। দিদি শাহিন ভাট ও ছোটবেলার বান্ধবীদের নিয়েই হাসিমুখে পোজ দিয়েছেন আলিয়া ভাট। হলুদ সালোয়ারের সঙ্গে গলায় চওড়া নেকলেস ও কপালে মাঙ্গটিকা পরেছিলেন মম টু বি আলিয়া ভাট।

711


সাধের অনুষ্ঠানে একাধিক ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, আলিয়া ঘিরে রেখেছেন আত্মীয়-পরিজনরা। সকলের মধ্যমণি আলিয়া ভাট। আলিয়াকে নিয়ে সকলে ব্যস্ত রয়েছেন।  প্রথমে শোনা গিয়েছিল পরিবারের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই এই অনুষ্ঠান হতে চলেছে।  তবে আলিয়ার বেবি শাওয়ারের অনুষ্ঠানে কোনও ছেলেরা উপস্থিত থাকবেন না শুধুমাত্র মেয়েদের নিয়ে বেবি শাওয়ারের অনুষ্ঠান করা হবে। তবে তেমনটা মোটেই হয়নি।  আলিয়ার বেবি শাওয়ারে উপস্থিত ছিলেন করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, মহেশ ভাট সহ আরও অনেকেই।

811

কাপুর পরিবার আলিয়ার হবু সন্তানের জন্য বেশ ধুমধাম করেই বেবি শাওয়ারের আয়োজন করেছিল। আলিয়ার বোন শাহিন ভাট, ননদ করিনা কাপুর,  করিশ্মা কাপুর এবং প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জন ও অনুষ্কা রঞ্জন এই দিনটিতে একসঙ্গে জড়ো হয়েছিলেন। এছাড়াও আলিয়ার ছোটবেলার বান্ধবী সহ নভ্যা নভেলি নন্দা, শ্বেতা বচ্চন, আরতি শেট্টিরাও অভিনেত্রীর বেবি শাওয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

911

রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানির সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন আলিয়া ভাট। ঋদ্ধিমা ও আলিয়া এই ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। গোলাপি রঙের পোশাকে গর্জিয়াস ঋদ্ধিমার এই লুক মুহূর্তে ভাইরাল হয়েছে। ভাইয়ের বউ-কে আগলে ধরে ছবিতে পোজ দিয়েছেন ঋদ্ধিমা কাপুর সাহানি।

1011


 প্রেগন্যান্ট হওয়ার পর থেকে চেহারায় পরিবর্তন ধরা পড়েছে। চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠেছে মাতৃত্বের আভা। ওজনও বেশ খানিকটা বেড়েছে। বরাবরই ফ্যাশন স্টেটমন্টে তাবড় তাবড় তারকাদের টেক্কা দেন আলিয়া। প্রেগন্যান্ট হওয়ার পরও তিনি থেমে নেই। বরং অন্তঃসত্ত্বাতেও পাল্লা দিয়েও তিনি নজর কাড়ছেন। বেবি শাওয়ারের অনুষ্ঠানে মম টু বি-কে আদরে ভরিয়ে দিয়েছেন হবু বাবা রণবীর কাপুর। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ছবি।

1111

কবে  আসতে চলেছে চার আসন্ন সন্তান তা জানা যায়নি। তবে সর্বশেষ প্রতিবেদন থেকে জানা গেছে চলতি বছরের ডিসেম্বরেই আসতে চলেছে আলিয়ার সন্তান। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে থাকার পর বিয়ে করেছেন রণবীর আলিয়া। প্রতি মুহূর্তে যেন চোখে হারান আলিয়াকে। বিয়ের মাস দুয়েক যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন আলিয়া ভাট। জুন মাসেই মা হওয়ার সুখবর দিয়েছেন আলিয়া। খুব শীঘ্রই মা হচ্ছেন আলিয়া ভাট।  

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos