দীপিকার জন্মদিনের জলসায় অন্তর্বাসে হাজির আলিয়া, ছবি দেখলে চোখ কপালে উঠবে আপনারও

পয়ত্রিশে পা দিলেন দীপিকা পাডুকোন। জন্মদিনের সকাল থেকেই পার্টির প্রস্তুতিতে দেখা গিয়েছিল তাঁকে। রাতে গ্র্যান্ড পার্টি থ্রো করেছেন দীপিতা। পার্টিতে উপস্থিত হয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ মহল। এক ঝাঁক তারকাকে দেখা গিয়েছে দীপিকার জন্মদিনের জলসায়। সকলকে ক্যাজুয়াল পোশাকে দীপিকার বাড়ির সামনে পপারাৎজির ক্যামেরায় পোজ দিতে দেখা গেল। 

Adrika Das | Published : Jan 5, 2021 5:34 PM IST
19
দীপিকার জন্মদিনের জলসায় অন্তর্বাসে হাজির আলিয়া, ছবি দেখলে চোখ কপালে উঠবে আপনারও

ছিলেন 'ইয়ে জাওয়ানি হ্যয় দিওয়ানি'র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। কালো স্যোয়েটশার্ট ও জিনসে ধরা দিলেন অয়ন। 

29


অন্যদিকে উপস্থিত ছিলেন করণ জোহার এবং অনন্যা পাণ্ডে। একই সঙ্গে পার্টিতে এসেছিলেন তাঁরা। 

39

সিদ্ধান্ত চতুর্বেদিকেও দেখা গেল পাপারাৎজির ক্যামেরায় থাম্বস আপ দেখিয়ে পোজ দিতে। 
 

49

তবে নজর ঘুরেছে আলিয়া ভাটের দিকে। রণবীর কাপুরের সঙ্গে দীপিকার বাড়ির সামনে দেখা গিয়েছে তাঁকে। 

59

কালো রঙের পোশাকে অন্তর্বাসের মত একটি টপ পরেছিলেন। ব্রা টপের সঙ্গে জিনস পরেছিলেন আলিয়া। 

69

যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় নেটিজেনদের। ঠান্ডার সময় এমন পোশাকে চট করে কোনও নায়িকাকেই দেখা যায়নি সেই পার্টিতে। 

79

কালো রঙের গ্লসি ব্রা টপের সঙ্গে হাই ওয়েস্ট কালো জিনস। পরেছেন হাই স্টিলেটোসও। 

89

লো পনিটেল করে ন মেকআপ লুকে ধরা দিয়েছেন তিনি। আলিয়ার এই লুক অধিকাংশ মেয়েদের ভাল লেগেঠে ঠিকই। 

99

তবে একাধিক নেটবাসীরাই এই নিয়ে শুরু করেছে সমালোচনা। এমন পোশাকে কেন ঠান্ডার সময় বেরবেন তিনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos