জ্যাকলিন ও সলমন খানের জুটি এক কথায় বলতে গেলে সকলেরই ফেভারিট। কিন্তু জ্যাক সব তারকার বিপরীতেই যেন পার্ফেক্ট।
আর সেই কারণেই প্রতিবছর একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকেন জ্যাকলিন। ২০২০ ছবিটা অন্যরকমের হলেও ২০২১ সালে শুরু থেকেই ব্যস্ত বলিউড ডিভা।
অক্ষয় কুমার থেকে শুরু করে সলমন খান, একাধিক ছবিতে এক এক রকমের কোস্টারের দাপট। জ্যাকলিনের পছন্দের তালিকাতে কে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন খোলসা করেন তিনি চেনা তারকাদের সঙ্গে কাজ করতে বেশি মজা পান ঠিকই তবে সব চরিত্রই তাঁর স্পেশালিটি থেকেই যায়।
তবে অক্ষয় কুমারের থেকে অনেক কিছু শেখেন জ্যাকলিন। কিংবা যখন তিনি কাজ করেন সলমনের সঙ্গে, অনেক অভিজ্ঞতা সঞ্চার করে থাকেন তিনি।
লকডাউনের পরই ব্যাক টু ব্যাক ছবি ঘোষণা করেছিলেন জ্যাকলিন। লকডাউনের মাঝে সেরে ফেলেছেন সলমনের সঙ্গে একটি ভিডিও গানের শ্যুটও।
বর্তমানে সার্কাস ছবির শ্যুটে ব্যস্ত জ্যাকলিন। পাশাপাশি ভুত পুলিশ, কিক ২ ও বচ্চন পান্ডের কাজ নিয়েও ব্যস্ত থাকবে বছর ভর জ্যাকলিন।
Jayita Chandra