একান্তে সময় কাটাতে চান আলিয়া, ছবি পোস্ট করে জানালেন মনের গোপন কথা

Published : Mar 08, 2020, 01:42 PM ISTUpdated : Mar 08, 2020, 01:43 PM IST

একদিকে চলছে বিয়ের তোরজোড়।  আর অন্যদিকে  সিনেমার শুটিং। এই দুই নিয়ে ব্যস্ত রয়েছেন বলি অভিনেত্রী আলিয়া ভাট।  সামনেই মুক্তি পেতে চলেছে তার আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' । এছাড়াও হাতে রয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনশালির ' গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি', বাবা মহেশ ভাটের পরিচালনায় আসতে চলেছে 'সড়ক২'। সব মিলিয়ে বিগ বাজেটের ছবি নিয়ে চূড়ান্ত ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। অভিনয়ের শ্যুটিংয়ের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। এখন চাই একটা বিরতি। শুধুই কি বিরতি নাকি রণবীরকে মিস করছেন অভিনেত্রী। আলিয়া ছবি পোস্ট করার পর থেকেই এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একনজরে দেখে নিন আলিয়া ভ্যাকেশনের এক ঝলক।

PREV
113
একান্তে সময় কাটাতে চান আলিয়া,  ছবি পোস্ট করে জানালেন মনের গোপন কথা
কাজের চাপে ক্লান্ত,আর তার জন্য চাই একটা হলিডে। আলিয়ার এই আবেদনই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
213
শুধুই কি একটা বিরতি নাকি রণবীরকে মিস করছেন অভিনেত্রী, আলিয়া ছবি পোস্ট করার পর থেকেই এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তারা একা নন 'ব্রহ্মাস্ত্র'র পরিচালক অয়নও ছিলেন তাদের সঙ্গে।
313
ফ্লোরাল প্রিন্টের বিকিনি পরে সূর্যের আলো নিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
413
নিজের ইনস্টাগ্রামে ফ্লোরাল প্রিন্টের বিকিনির ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'একটা ছুটি চাই, আরও গাছ আরও আরও সানসাইন। ধন্যবাদ'। পুরোনো ছবি পোস্ট করে কি বোঝাতে চাইছেন অভিনেত্রী তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।
513
বর্ষবরণে উদযাপনে তাইল্যান্ডে গিয়েছিলেন রণবীর-আলিয়া। সেখানেই এই বিকিনিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
613
নতুন উদ্যমে কাজ শুরু করার আগে সব সেলেবরাই ছুটি কাটাতে যান। তারাও তেমনটাই করেছিলেন।
713
তাইল্যান্ডে ছুটি কাটানোর প্রতিটি ছবিই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
813
ছুটির শেষে বাড়ির ফেরার সময় মন খারাপের পালা। সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।
913
ফের মনের মানুষকে নিয়ে আবারও ওরকমই একটা ছুটি কাটাতে চান আলিয়া।
1013
কয়েকদিন আগেই ছবির প্রিমিয়ারে গিয়েই ফাঁস হয়ে গিয়েছিল আলিয়া-রণবীরের চুম্বনের দৃশ্য। আলিয়ার ফোনের ওয়ালপেপারেই ফুটে উঠেছে তাদের চুম্বন দৃশ্য।
1113
ম্যাগাজিন সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই নাকি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
1213
আবারও রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড।
1313
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত আপকামিং ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তির কিছুদিনের পরই বসতে চলেছে তাদের রাজকীয় বিয়ের আসর।
click me!

Recommended Stories