বলিউড ফিরিয়েছে মুখ, ভক্তদের মনে রাজ করতে বিজ্ঞাপন-হট ফোটোশ্যুটই এখন আশ্রয় আমিশার
কাহো না পেয়ার হ্যায় ছবি দিয়ে বলিউজের সফর শুরু। প্রথম ছবি হৃত্বিকের বিপরীতে। সুপারহিটর তকমা নিয়ে বলিউডে প্রথম পা রেখেছিলেন আমিশা প্যাটেল। কিন্তু কয়েকবছর ঘুরতে না ঘুরতেই বলিউড ভুলতে বসল সেই সিনে স্টারকে।