রিল থেকে রিয়েল বারেবারে পেজ থ্রি-র শীর্ষে উঠে এসেছেন এই জুটি। সত্তরের দশক থেকে আজও তাদের রোম্যান্টিক জুঁটি দশর্কমনে হিট।বলিউডের অমর প্রেমের জুটি বলতে গেলেই প্রথমেই উঠে আসে রেখা এবং অমিতাভের নাম। অমিতাভ এবং রেখা 'দো আনজানে', 'মিস্টার নটওয়ারলাল', 'সিলসিলা', 'মুকদ্দর কা সিকন্দর', 'গঙ্গা কি সৌগন্দ', 'নমক হারাম' এবং 'রাম বলরাম' এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন।