রাতারাতি জয়াকে বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন অমিতাভ, কী এমন ঘটেছিল

Published : Sep 23, 2020, 11:06 AM IST

তড়িঘড়ি জয়া বচ্চনকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অমিতাভ বচ্চন। প্রেমের সম্পর্ক থাকলেও, বিয়ে নিয়ে তেমন কোনও পরিকল্পনাই ছিল না তখনও পর্যন্ত। কিন্তু কিছু দিমনের মাথায়ই হঠাৎ বিয়ে করে ফেলেছিলেন অমিতাভ, ঠিক কী ঘটেছিল... 

PREV
111
রাতারাতি জয়াকে বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন অমিতাভ, কী এমন ঘটেছিল

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সম্পর্ক নিয়ে যতই জল্পনা হোক, বলিউডে পারফেক্ট জুটি শিরোপা নিয়ে আজও তারা ভাইরাল। সিটি প্রথম দেখাতেই প্রেম, সকলেরই নজরে পড়ে ছিল। 

211

অমিতাভ বচ্চন কে প্রথম দেখাতেই মন দিয়েছিলেন জয়া। তখনও আমি তার তেমনভাবে বলিউডি নাম করে উঠতে পারেননি।

311

 যতক্ষণ একের পর এক বড় ছবি সাইন করে চলেছেন। বিশ্বাস ছিল আমি তাকে একদিন হবেন বলিউডের সুপারস্টার। 

411

এরপর ধীরে ধীরে বেড়ে ওঠে দুজনের বন্ধুত্ব। একে অন্যের সঙ্গে শুটিং সেটে দেখো করতে শুরু করেন। 

511

এই নিয়েই বাড়তে থাকে জল্পনা। শুরু হয় কানাঘুষো নানা খবর ছড়িয়ে পড়া। তবে প্রেমের কথা স্বীকার করলেও বিয়ে নিয়ে কখনোই মুখ খোলেননি তারা।

611

এমনই সময় অমিতাভ ও জয়ের হাতে আসে জাঞ্জির ছবি। সেখানের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দুজনে। 

711

দুজনের মধ্যে চুক্তি হয়েছিল, এই ছবি যদি হিট করে তবে এক সঙ্গে পাড়ি দেবেন বিদেশে।

811

যথারীতি ছবি হিট, এবার কথা রাখার। শুরু হয়ে গেল তোড়জোড়, ঘুরতে যাবার প্রস্তুতি তুঙ্গে। এমনই সময় বিষয়টি নজরে পড়ে অমিতাভের বাবার।

911

সাল ১৯৭৩ । বাবা বলে বসলেন যদি ঘুরতে যেতে হয় জয়াকে নিয়ে, তবে করতে হবে বিয়ে।

1011

বাবার কথা ফেলতে পারলেন না অমিতাভ, অন্যদিকে জয়া কেউ তিনি কথা দিয়ে ফেলেছেন, তাই দুদিক বজায় রাখতেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। 

1111

এভাবেই শুরু এই কালজয়ী জুটির পথচলা। যা আজ ইতিহাস। সম্পর্কের মাঝে হাজারো ঝড় আসলেও, তাকে কখনোই প্রশ্রয় দেননি জয়া বচ্চন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories