মলেস্ট্রেশন থেকে হুমকি, হানিমুনে বিপাকে পুনম, বিয়ের ১২ দিনের মাথায় গ্রেফতার করালেন বরকে

Published : Sep 23, 2020, 08:58 AM ISTUpdated : Sep 23, 2020, 09:04 AM IST

বিয়ের পর এখনও ওঠেনি হাতে থাকা মেহেন্দির রঙ। তারই মাঝে গ্রেফতার হলেন পুনম পাণ্ডের বর। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। হানিমুন থেকে ফিরেই বিস্ফোরক পুনম। তাঁকে তাঁর স্বামী মলেশট্রেশন করেছেন, পাশাপাশি দিয়েছেন হুমকিও, বিস্ফোরক পুনম। 

PREV
18
মলেস্ট্রেশন থেকে হুমকি, হানিমুনে বিপাকে পুনম, বিয়ের ১২ দিনের মাথায় গ্রেফতার করালেন বরকে

১০ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন পুনম পান্ডে। তাঁদের তিন বছরের সম্পর্ক পেয়েছিল পরিণত। 

28

বিয়ের পরই পাড়ি দিয়েছিলেন হানিমুনে। সেখান থেকে একাধিক অন্তরঙ্গ ভিডিও হয়েছিল ফাঁস। 

38

এরপরই ১০ দিনের মাথায় বিস্ফোরক বয়ান দিলেন পুনম। জানালেন তাঁর স্বামী তাঁকে মলেশট্রেশন করেছে। 

48

পাশাপাশি মিলছে হুমকিও। তাই তড়িঘড়ি তিনি থানায় অভিযোগ করেন। এরপরই গ্রেফতার করা হয় সামকে। 

58

সাম পুনমের ব্যাক্তিগত ক্যামেরা করতেন টানা তিন বছর ধরে। সেখান থেকেই শুরু সম্পর্ক। 

68

কিন্তু বিয়ের কয়েকদিনের মাথায় গোয়া পুলিশের কাছে সেই সামের নামেই অভিযোগ করেছেন পুনম।

78

 সেখান থেকেই ২২ তারিখে তাকে গ্রেফতার করা হয়। মেডিক্যাল টেস্ট করানোর জন্য বলা হয়েছে পুনমকে।

88

তাঁর প্রতিটি ফোটোশ্যুটই করতেন সাম, সোশ্যাল মিডিয়া স্টার হট পুনমের সঙ্গে হানিমুনে ঠিক কী এমন ঘটল তা নিয়ে বাড়ছে জল্পনা। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories