Published : Feb 14, 2021, 04:39 PM ISTUpdated : Feb 15, 2021, 12:37 PM IST
স্টার মানেই লাইম লাইট। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন। জীবনের প্রতিটা অধ্যাই যেন ক্যামেরা ক্যামেরা বন্দী, লাইম লাইটের আওতায় থাকা সম্পর্ক। সেই পরিস্থিতিতে পরেই কোনও কিছুই গোপন থাকে না স্টারদের অন্দরমহলে। যার ফলে বচ্চন পরিবারের এই গোপন ডিলিং-ও প্রকাশ্যে আসতে সময় নেয়।
বচ্চন পরিবারের অন্দরমহলের কোনও রহস্যই খুব বেশিক্ষণ চাপা থাকে না। তেমনই একবার সম্পর্ক নিয়ে ডিলিং-এর খবর সামনে উঠে এসেছিল
210
খবর মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে, ঐশ্বর্যের থেকে টাকা ধার নিয়েছেন অমিতাভ বচ্চন। নিজের লোন চোকানোর জন্যই নাকি এমন সিদ্ধান্ত।
310
তবে এই জল্পনা কতটা সত্যি! লোকসভা নির্বাচণে দাঁড়িয়েছিলেন জয়া বচ্চন। তখনই জয়াকে জানাতে হয়েছিল সম্পত্তির বিস্তারিত তথ্য।
410
এই ঘোষণাতেই খোলসা হয়েছিল তিনি ও অমিতাভ অভিষেক ও ঐশ্বর্যের থেকে বেশি কিছু পরিমাণ টাকা ধার করেছেন।
510
১০৮ কোটি টাকা ধার করেছিলেন অমিতাভ বচ্চন বিভিন্ন জায়গা থেকে। যার মধ্যে ২১ কোটি টাকা দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।
610
অন্য দিকে ৪৮ কোটি টাকা ধার করেছিলেন জয়া বচ্চন। যার কিছুটা অংশ তিনি নিয়েছিলেন ছেলে অমিতাভের কাজ থেকে।
710
মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে নেট পাড়ায়। অমিতাভ একটা সময় আর্থিক দিক থেকে বেজা ক্ষতির মুখ দেখছিলেন।
810
সেই সময়ই এমনই পরিস্থিতির সন্মুখীন হতে হয় তাঁকে। যার ফলে হাত পাততে হয়েছিল বিভিন্ন মহলে। যেই তালিকা থেকে বাদ পড়েনি পরিবারের সদস্যরাও।
910
যদিও এই নিয়ে নানা জল্পনা দানাবাঁধলেও কখনই মুখ খোলেননি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য।
1010
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।