করোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। সারা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছিল এই খবরে। রাত কাটতে না কাটতেই পরেরদিন সকালে ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যারও করোনা পজিটিভ-এর রিপোর্টে সকলেই হতাশ হয়ে পড়েছেন। শুধু এরাই নন, অমিতাভের জলসায় কর্মরত ২৬ জন কর্মীকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। আজই প্রকাশ্যে এসেছে স্টাফেদের রিপোর্ট। তবে কি চিন্তামুক্ত হতে পারলেন বিগ বি। জেনে নিন বিশদে।