সমুদ্র সৈকতে লাল মনোকিনিতে ছেলের সঙ্গে ফোটোশ্যুটে ভাইরাল অ্যামি, দেখে নিন ছবিগুলি

অ্যামি জ্যাকসন, ব্রিটিশ অভিনেত্রী তথা মডেল। হিন্দি চলচ্চিত্রেরও পরিচিত মুখ অ্যামি।  হিন্দি সিনেমার পাশাপাশি তামিল, তেলেগু, কর্ণাটক ভাষাতেও তিনি যথেষ্ঠ সাবলীল। কখনও নিজের টপলেস ছবি শেয়ার করে আবার কখনও অন্তঃসত্ত্বা অবস্থায় ছবি পোস্ট করে  আবার কখনও নবজাত সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন ব্রিটিশ অভিনেত্রী। সদ্যজাত ছেলের সঙ্গে ছবি পোস্ট করে নেটদুনিয়ায় শোরগোল ফেলেছেন অভিনেত্রী। সমুদ্রের পাড়ে গাছের উপর লাল মনোকিনিতে ছেলের সঙ্গে ফোটোশ্যুট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন ছবিগুলি।

Riya Das | Published : Jan 31, 2020 7:06 AM IST
111
সমুদ্র সৈকতে লাল মনোকিনিতে ছেলের সঙ্গে ফোটোশ্যুটে ভাইরাল অ্যামি, দেখে নিন ছবিগুলি
সমুদ্র সৈকতের ধারে লাল মনোকিনিতি ফোটোশ্যুট করে রাতারাতি ভাইরাল হয়েছেন অভিনেত্রী।
211
ছেলে অ্যানড্রিয়াসকে সঙ্গে নিয়ে নারকেল গাছের উপর শুয়ে ফটোশ্যুটে মেতেছেন অভিনেত্রী।
311
চোখে সানগ্লাস দিয়ে স্টাইলিশ মুডে ৪ মাসের ছেলের ছবি শেয়ার করেছেন অ্যামি।
411
সদ্যজাত সন্তান অ্যানড্রিয়াসের সঙ্গে পুরো মাতৃত্বের স্বাদ অনুভব করছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন।
511
গত বছর সেপ্টেম্বর মাসে সদ্যই মা হয়েছেন অ্যামি জ্যাকসন।
611
মা হওয়ার পর ফের নতুন ফটোশ্যুটে ভাইরাল হয়েছেন অভিনেত্রী।
711
২০১৯ সালে বিয়ের কথা থাকলেও হঠাৎ করে অন্তঃসত্ত্বা হয়ে যান অ্যামি। তারপরেই বিয়ে পিছিয়ে যায়।
811
সূত্র থেকে জানা গেছে, ২০২০ সালেই নাকি আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অ্যামি।
911
দীর্ঘদিনের বন্ধু জর্জ পানায়িট্টুর সঙ্গেই গাটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী।
1011
ছেলের সঙ্গে একের পর এক ছবিতে পোজ দিতেই ব্যস্ত অভিনেত্রী।
1111
অক্ষয় কুমারের সঙ্গে সিং ইজ ব্লিং-এর পর দক্ষিণী সুপারস্টার ২.০ তে দেখা গেছে অ্যামি জ্যাকসনকে।
Share this Photo Gallery
click me!

Latest Videos