বর্ষবরণে অনন্যার সঙ্গে গোপনে মলদ্বীপে ছুটি কাচ্ছেন ইশান, মুহূর্তে ভাইরাল ছবি

বর্ষ শেষে ছুটির মেজাজে বলিউড। দীপিকা রণবীর হোক বা রণবীর আলিয়া, সকলেই বেড়িয়ে পড়েছেন সেলিব্রেশনে। সেই তালিকাতে নাম লিখিয়েছেন অনন্যা পান্ডে ও ইশানও।  খালিপিলি জুটি বর্তমানে উষ্ণতা ছড়াচ্ছে মলদ্বীপের বিচে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই মুহূর্তে তা নজর কাড়ল নেট দুনিয়ার। সেই ট্রিপ থেকেই প্রকাশ্যে আসা একাধিক ছবিতে এবার মজেছে নেট পাড়া। 

Jayita Chandra | Published : Jan 1, 2021 1:09 PM / Updated: Jan 01 2021, 01:11 PM IST
17
বর্ষবরণে অনন্যার সঙ্গে গোপনে মলদ্বীপে ছুটি কাচ্ছেন ইশান, মুহূর্তে ভাইরাল ছবি

অনন্যা পাণ্ডের তৃতীয় ছবি, ইশানের দ্বিতীয় ছবি খালি পিলি, বক্স অফিসে সেভাবে ঝড় তুলতে সক্ষম হয়নি। 

27


তবে মুহূর্তে ভাইরাল হয়ে উঠেছিল এই জুটি। একে অন্যকে গোপনে ডেট করছেন, তেমনটাই গুঞ্জণ ছিল তুঙ্গে।

37

তবে এবার আর গুঞ্জণ নয়। সরাসরি মলদ্বীপ থেকে ক্যামেরা বন্দি হল এই জুটি। তবে একই ফ্রেমে নয়। 

47

কয়েকদিন আগেই মুম্বই বিমানবন্দরে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখান থেকেই তারা রওনা দিয়েছিলেন মলদ্বীপের পথে। 
 

57

বর্ষবরণে ইশানের সঙ্গে একান্তে ছুটি কাটানোর সিদ্ধান্ত নিলেন অনন্যা পান্ডে। ডেস্টিনেশন মলদ্বীপ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি। 

67

বিকিনি লুকে পার্ফেক্ট ফিগারে ঝড় তুলছেন অনন্য। সূর্যোদয় থেকে ব্রেকফাস্ট, প্রতিটা মুহূর্ত ভক্তদের জন্য তুলে ধরলেন অভিনেত্রী। 

77

অন্যদিকে ইশানের সোশ্যাল মিডিয়ার পাতায় ধরা দিল একটি মাত্র ফ্রেম। যেখানে ইশান দেখালেন না নিজের মুখ। এই দুই পোস্ট দেখা মাত্রই জল্পনা গেল উষ্কে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos