Ananya Panday : ডি গ্ল্যাম লুকে গর্জিয়াস অনন্যা, হট লুকে বক্ষ-বিভাজিকায় ঝড় তুললেন বলি নায়িকা

শকুন বাত্রা পরিচালিত 'গেহরাইয়া'- ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন তারকারা। শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি   'গেহরাইয়া'।  সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে  বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার চালাচ্ছেন অনন্যা পান্ডে। সকলের সঙ্গে পাল্লা দিয়ে প্রেমোশনে ব্যস্ত অনন্যা পান্ডে। 'গেহরাইয়া' প্রচারে নেমেই সকলের নজর কাড়ছেন বলিউডের এই উঠতি নায়িকা। দীপিকা পাড়ুকোনের পর এবার ফ্যাশন দুনিয়ায় আগুন জ্বালালেন অনন্যা পান্ডে।

Riya Das | Published : Feb 1, 2022 12:36 PM
110
Ananya Panday : ডি গ্ল্যাম লুকে গর্জিয়াস অনন্যা, হট লুকে বক্ষ-বিভাজিকায় ঝড় তুললেন বলি নায়িকা

অনন্যা পান্ডের হট ফোটোশ্যুটে ঘুম উড়ছে নেটপাড়ার। শরীরী উষ্ণতা জাগাতে বেশ সিদ্ধহস্ত অনন্যা।। গা গরম করা ফোটোশ্যুটে নেটিজেনদের নজরে সর্বদাই থাকেন অনন্যা পান্ডে (Ananya Panday)। এবার ও তার অন্যথা হল না।

210


শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি   'গেহরাইয়া'। শকুন বাত্রা পরিচালিত 'গেহরাইয়া'- ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন অনন্যা পান্ডে (Ananya Panday)।   সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে  বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার চালাচ্ছেন অনন্যা পান্ডে।
 

310


 সকলের সঙ্গে পাল্লা দিয়ে প্রেমোশনে ব্যস্ত অনন্যা পান্ডে (Ananya Panday) । 'গেহরাইয়া' প্রচারে নেমেই সকলের নজর কাড়ছেন বলিউডের এই উঠতি নায়িকা। দীপিকা পাড়ুকোনের পর এবার ফ্যাশন দুনিয়ায় আগুন জ্বালালেন অনন্যা পান্ডে।

410

গোলাপি রঙের মিনি ড্রেসে নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন অনন্যা পান্ডে। গোলাপি মিনি ড্রেসের সঙ্গে কমলা রঙের জ্যাকেটে উষ্ণতা যেন চুঁইয়ে পড়ছে। কিলার লুকে ভক্তদের ঘায়েল করেছেন অনন্যা পান্ডে(Ananya Panday) ।

510


অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে উন্মুক্ত বক্ষের খাঁজ। খোলা চুলে শরীরী শিহরণ জাগালেন অনন্যা পান্ডে। মায়াবী চোখের চাহনিতে গ্ল্যামারাস লুকে সকলকে মুগ্ধ করেছেন চাঙ্কি কন্যা (Ananya Panday) ।

610

  'গেহরাইয়া'-ছবির প্রচারে একের পর এক সাহসী পোশাকে ধরা দিয়েছেন অনন্যা পান্ডে (Ananya Panday) । ফোটোশ্যুট থেকে ফ্যাশন, ফিগার থেকে কেরিয়ার সবেতেই শিরোনামে উঠে আসছেন অনন্যা পান্ডে।

710

'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে-র (Ananya Panday)। স্টারকিড তকমা ঝেড়ে ফেলে তিনি এখন লাস্যময়ী। 

810


 হট অ্যান্ড বোল্ড ফোটোশ্যুটে ভক্ত তথা নেটিজেনদের নজরে থাকেন অনন্যা  (Ananya Panday) । আপকামিং ছবে 'গেহরাইয়া'-তে দেখা যাবে অনন্যাকে। ছবিতে অনন্যা ছাড়া দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী অভিনয় করছেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে ছবিটি মুক্তি পাবে।

910


 এই মুহূর্তে বেশ কিছু ছবির কাজও  রয়েছে অনন্যার  (Ananya Panday) হাতে। যেমন জোয়া আখতার পরিচালিত, 'খো গায়ে হাম কাহা' -ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অনন্যাকে। অন্যদিকে বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেই অভিনয় করছেন অনন্যা। ইতিমধ্যেই সুপারস্টার বিজয়ের সঙ্গে ছবিতে কাজ করছেন অনন্যা।
 

1010

 দিন কয়েক আগেই নিউ ইয়ার সেলিব্রেশনে মুম্বইয়ের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলো প্রেমিকের সঙ্গে উড়ে গিয়েছিলেন অনন্যা পান্ডে  (Ananya Panday)।  বলিপাড়ার চর্চিত প্রেমিক ঈশানের সঙ্গে রণথম্বোরে ছুটি কাটিয়েছেন অনন্যা পান্ডে। অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলে আসছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos