স্কিন কেয়ারের এই ভিডিওতে এক ব্যক্তি গ্যাব্রিয়েলার (Gabriella Demetriades) ঠোঁট নিয়ে কমেন্ট করেন। কমেন্টে লেখেন, আপনার ঠোঁট দেখে মনে হচ্ছে কোনও বোলতা কামড় দিয়েছে। তোমরা যেমন দেখতে তা নিয়ে সন্তুষ্ট থাকো না কেন, নিজেকে আরও সুন্দর করার জন্য বোলতার কামড় কি খেতেই হবে।