অনন্যা পান্ডে জানিয়েছেন, কেরিয়ারের প্রথম দিকে বারবারই তার স্তনের আকার নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। কারণ তার বুকের সাইজ সার্জারি করিয়ে আরও বাড়াতে হবে তেমন কথাও শুনতে হয়েছিল। কেরিয়ারের শুরুতে অনেকেই বলত চেহারাটা একটু ভারী করো, ওজন বাড়াও, বুকের সাইজ পরিবর্তন করো। এমনকী কসমেটিক সার্জারি করিয়ে মুখের সৌন্দর্য আরও বাড়ানোরও পরামর্শ পেয়েছিলেন অনন্যা পান্ডে। আর সেখানেই ছিল চাঙ্কি পান্ডের মেয়ের প্রবল আবত্তি।