নেটিজেনদের মধ্যে একজন বলেছেন তার বয়স ৪৮ হলেও তাকে দেখতে ৩০-এর মতো লাগছে। কেউ আবার তাকে ফ্যাশন আইকনেরও তকমা দিয়েছে। নেটিজেনদের বেশিরভাগই আগুন এবং রেড হার্টের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন। মালাইকা সবসময়েই ফ্যাশন দুনিয়ায় নিজেকে অন্যভাবে পরিচয় করাতে চান, এবার তিনি তা প্রমাণ করে দেন তিনি একজন ফ্যাশন আইকন।