ফেটে বেরোচ্ছে সুডৌল স্তন, হাই থাই স্লিট সি-থ্রু গাউনে মালাইকার শরীরী নেশায় বুঁদ ভক্তরা

Published : Jul 28, 2022, 11:42 AM IST

ফ্যাশনিস্তা- ফিটনেস ফ্রিক-সুপারহট সমস্ত তকমায় রয়েছে  বলি অভিনেত্রী মালাইকা আরোরার।  ৫০ -এর কোটায় পৌঁছেও সেক্সি চাবুক ফিগারে ঘায়েল সাইবারহবাসী।  সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। সম্প্রতি ইন্ডিয়ান ক্যুচার উইক ব়্যাম্পে হেঁটে সকলকে চমকে দিয়েছেন মালাইকা আরোরা। কালো ডিপ নেকে বেরিয়ে আসছে বক্ষযুগল, হাই থাই স্লিট সি-থ্রু গাউনে  পাগল করে দিয়েছেন মালাইকা আরোরা। অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন ভক্তরা। একঝলকে দেখে নিন মাল্লার বোল্ড ছবিগুলি।

PREV
110
 ফেটে বেরোচ্ছে সুডৌল স্তন,  হাই থাই স্লিট সি-থ্রু গাউনে মালাইকার শরীরী নেশায় বুঁদ ভক্তরা


সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে। বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। 
 

210


শরীর নিয়ে খেলা করতে তিনি যে বেশ সিদ্ধহস্ত তার প্রমাণ একাধিকবার মিলেছে। ফের নিজের শরীরকে ওলটপালট করে নেটিজেনদের চমকে দিলেন ফ্যাশন আইকন মালাইকা। সম্প্রতি ইন্ডিয়ান ক্যুচার উইক ব়্যাম্পে হেঁটে সকলকে চমকে দিয়েছেন মালাইকা আরোরা। 
 

310


ইন্ডিয়ান ক্যুচার উইক ব়্যাম্পে কালো পোশাকে সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছেন মালাইকা আরোরা। কালো ডিপ নেকে বেরিয়ে আসছে বক্ষযুগল, হাই থাই স্লিট সি-থ্রু গাউনে  পাগল করে দিয়েছেন মালাইকা আরোরা। অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন ভক্তরা। 
 

410

বয়স বাড়লেও তার মন ও শরীর যেন এখনও ২০-র যুবতী। একবার নয়, একাধিকবার তা প্রমাণ করে দিয়েছেন মালাইকা আরোরা। তার ফ্যাশন সেন্স দেখে ফ্যাশন বোদ্ধারাও চমকে যান। এই বয়সে এসেও নিউকামারদেরও বলে বলে গোল দেন মালাইকা আরোরা।

510


হামেশাই সেক্সি ফিগার এবং পোশাকের জন্য শিরোনামে থাকেন মালাইকা আরোরা, এবারও তার অন্যথা হল না।  দিল্লীতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ক্যুচার উইক ব়্যাম্পে হেঁটে সকলকে তাক লাগিয়ে দিলেন মাল্লা। সম্প্রতি ব়্যাম্পে হাঁটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

610


অনাবৃত উরু, বুকের অর্ধাংশই উন্মুক্ত করে কালো গাউনে লাস্যময়ীকে আরও বেশি সেক্সি দেখাচ্ছে। পোশাকের সঙ্গে ম্যাচ করে কালো রঙের হাই হিল জুতো পরেছিলেন মালাইকা। গলার  পেনডেন্ট ও চুলের স্টাইলে অনবদ্য দেখতে লাগছিল ফ্যাশনিস্তাকে।

710

সুপার মডেল রোহিত গান্ধী ও রাহুল খান্নার সঙ্গে ব়্যাম্পে হাঁটতে দেখা গেছে মালাইকাকে। তাকলাগানে উরু বার করা গাউন পরে সকলের অ্যাটেনশন কেড়ে নিয়েছেন মালাইকা আরোরা। অভিনেত্রীর হট লুক দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতা।

810

নেটিজেনদের মধ্যে একজন বলেছেন তার বয়স ৪৮ হলেও তাকে দেখতে ৩০-এর মতো লাগছে। কেউ আবার তাকে ফ্যাশন আইকনেরও তকমা দিয়েছে। নেটিজেনদের বেশিরভাগই আগুন এবং রেড হার্টের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন। মালাইকা সবসময়েই ফ্যাশন দুনিয়ায় নিজেকে অন্যভাবে পরিচয় করাতে চান, এবার তিনি তা প্রমাণ করে দেন তিনি একজন ফ্যাশন আইকন।

910

খবরের শিরোনামে থাকাটা যেন মালাইকা আরোরার  সিদ্ধহস্ত। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে অসমবয়সী প্রেমের সাহসীকতা দেখিয়েছেন মালাইকা। বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের উৎসাহ কম নয়। ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়ন তার প্রমাণ দিয়েছে বারবার। তবে বয়সের ফারাকের জন্য একাধিকবার ট্রোলডও হয়েছেন মালাইকা।

1010

বয়সে ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন নিয়েও একাধিকবার  কটুক্তির মুখে পড়তে হয়েছে মালাইকাকে। যদিও এসব কিছুকে পাত্তা না দিয়ে তিনি নিজের মতো থাকতেই বেশি ভালবাসেন।  অসমবয়সের প্রেম নিয়ে সর্বদাই সমালোচনা লেগেই রয়েছে। যদিও এসব কিছুকে তোয়াক্কা না করে বেশ খোশমেজাজে রয়েছেন অর্জুন ও মালাইকা।

click me!

Recommended Stories