ফিগার থেকে ফ্যাশন স্টেটমেন্ট সর্বদাই যেন সোশ্যাল মিডিয়ার শিরোনামে রয়েছেন সুহানা খান। বলিউডের বাদশা শাহরুখ খানের কন্যা যেন গ্ল্যামার কুইন। বলিউডে পা দেওয়ার আগেই একের পর এক চমক দিচ্ছেন শাহরুখ কন্যা। সুহানাকে নিয়ে প্রতিনিয়তই যেন চর্চা বেড়েই চলেছে অন্তর্জালে। বলিউডের কিং খানের থেকেও যেন কমসময়ে ভাইরাল হয়েছেন সুহানা। সময় যত এগোচ্ছে ততই যেন সেক্সি হয়ে উঠছেন সুহানা। এবার মেক আপ গুরুর খেতাব পেলেন সুহানা, কে দিল এই খেতাব, জানুন বিশদে।