পোশাক বিতর্ক আর উরফি জাভেদের নাম থাকবে না এটা কোনওদিন হতে পারে না। অভিনয় দক্ষতা দিয়ে নয়, বরং উদ্ভট ফ্যাশন স্টেটমেন্ট শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ। যদিও উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)।
210
সমালোচনা না করার কোনও সুযোগই দিতে চান না উরফি জাভেদ (Urfi Javed)। একের পর এক কর্মকান্ডে অনুরাগীদের অবাক করে দিচ্ছেন উরফি জাভেদ। ট্রোলাররাও তার পিছু ছাড়তে নারাজ। তবে এবার অন্যান্যবারের তুলনায় একটু হটকে লুকে ফিল্মি কায়দায় নজর কাড়লেন উরফি জাভেদ ।
310
পোশাকের কারণে ট্রোলড হলেও তিনি নিজের মর্জিতেই চলেন। ট্রোলারদের কোনওদিনই পাত্তা দিতে নারাজ উরফি জাভেদ (Urfi Javed) । একের পর এক কর্মকান্ডে দিশেহারা নেটিজেনরা। তিনিও নিরাশ করেন না। নিজের পোশাক নিজেই ডিজাইন করে ভক্তদের বারেবারে চমকে দেন উরফি জাভেদ। এবারও তার অন্যথা হল না।
410
অভিনয় দক্ষতা দিয়ে নয়, বরং উদ্ভট ফ্যাশন স্টেটমেন্ট শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ। যদিও উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)।
510
পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ এটা যেন বলিউডের সমার্থক শব্দ। বিতর্কে থাকার জন্য যেন মুখিয়ে থাকেন বিগবস ওটিটি-র প্রতিযোগী। পোশাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়েই ট্রোলের শিকার হলেও এটাই বেশি পছন্দ উরফির (Urfi Javed)।
610
উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা। বিতর্কিত পোশাক থেকে মন্তব্যে সবেতই পারদর্শী উরফি (Urfi Javed)।
710
শরীরে অন্তর্বাস রাখতে মোটেই পছন্দ করেন না উরফি জাভেদ। তাই বেশিরভাগ সময়েই অন্তর্বাস না পরেই প্রকাশ্যে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে চলে আসেন ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed) । আর এবারও তার অন্যথা হল না।
810
কখনও ব্রা কিংবা কখনও আন্ডারওয়্যার না পরেই ক্যামেরায় হট পোজ দেন উরফি জাভেদ। এবারও তেমনটাই কান্ড ঘটালেন উরফি জাভেদ (Urfi Javed)। বুকচেরা পোশাকে অন্তর্বাস না পরে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিলেন উরফি জাভেদ। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
910
নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ সুপারহট ছবি শেয়ার করলেন উরফি জাভেদ। ছবি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে (Urfi Javed) । একাধিক অশ্লীল কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
1010
শিরোনামে কীভাবে থাকতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত উরফি জাভেদ। মাত্র ২৫ বছর বয়সেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের নাম পাকিয়ে নিয়েছেন উরফি (Urfi Javed) । ফোটোশ্যুট হোক কিংবা স্পটেড লুক তার ফ্যাশন স্টেটমেন্টই তাকে টক অফ দ্য টাউন করে তুলেছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।