রেড হট লুকে গর্জিয়াস অনন্যা, ভ্যালেন্টাইন ডে-স্পেশ্যালে ট্রাই করুন পার্টি লুক

শহর জুড়ে প্রেমের আবহ। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম চলছে। কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে ভালবাসার দিন উৎযাপন। শহরে আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব। এক সপ্তাহ ধরেই চলবে ভালবাসার দিবস উদযাপন।  প্রেমের রং মানেই লাল রং। ভ্যালেন্টাইন ডে-আউটের জন্য আপনিও যদি চান লাল রঙে নিজেকে সাজাতে তাহলে অবশ্যই ট্রাই করুন অনন্যা পান্ডে। শকুন বাত্রা পরিচালিত 'গেহরাইয়া'- ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন অনন্যা পান্ডে। শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি   'গেহরাইয়া'।  সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে  ছবিতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। সুপার হট লাল পোশাকে সিজলিং লুকে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুললেন অনন্যা পান্ডে। ভ্যালেন্টাইন ডে স্পেশ্যাল লুকে আপনিও ট্রাই করতে পারেন অনন্যার এই রেড হট লুকস।
 

Riya Das | Published : Feb 9, 2022 9:13 AM IST / Updated: Feb 09 2022, 02:44 PM IST
19
রেড হট লুকে গর্জিয়াস অনন্যা, ভ্যালেন্টাইন ডে-স্পেশ্যালে ট্রাই করুন পার্টি লুক

শহরে আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব। এক সপ্তাহ ধরেই চলবে ভালবাসার দিবস উদযাপন।  প্রেমের রং মানেই লাল রং। ভ্যালেন্টাইন ডে-আউটের জন্য আপনিও যদি চান লাল রঙে নিজেকে সাজাতে তাহলে অবশ্যই ট্রাই করুন অনন্যা পান্ডের বুকচেরা রেড হট (Ananya Panday) বডিকন ড্রেসটি। 

29

শহর জুড়ে প্রেমের আবহ। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম চলছে। কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে ভালবাসার দিন উৎযাপন। প্রেমের দিন উদযাপনের জন্য সকলেই বেছে নেন লাল রং। তবে কী পোশাক পরবেন এই নিয়ে চিন্তা না করে অনায়াসেই পরতে পারেন সুপার সিজলিং লাল ড্রেস (Ananya Panday)।
 

39

শকুন বাত্রা পরিচালিত 'গেহরাইয়া'- ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন অনন্যা পান্ডে। শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি   'গেহরাইয়া'।  সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে  ছবিতে অভিনয় করছেন অনন্যা পান্ডে (Ananya Panday)। ছবির প্রোমোশনে একের পর এক পোজে ভক্তদের ঘায়েল করছেন ভক্তরা।

49

সুপার হট লাল পোশাকে সিজলিং লুকে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুললেন অনন্যা পান্ডে। ভ্যালেন্টাইন ডে স্পেশ্যাল লুকে আপনিও ট্রাই করতে পারেন অনন্যার এই রেড হট লুকস (Ananya Panday)। এমন জমকালো পোশাক পরলে আপনার সঙ্গী আপনার প্রেমে পড়তে বাধ্য হবেন।

59

সম্প্রতি ইনস্টাগ্রামে লালপরী সেজে ধরা দিয়েছেন অনন্যা পান্ডে। লাল হল্টার নেক বডিকন পোশাকে সুপারহট লুকে নিজেকে মেলে ধরেছেন অনন্যা পান্ডে (Ananya Panday)। চাবুক ফিগারে অনন্যার আদায় ঘায়েল হয়েছেন ভক্তরা ।

69

বুকচেরা পোশাকের পাশ দিয়ে উঁকি মারছে বুকের খাঁজ। লাল বডিকন পোশাকের সঙ্গে মানানসই গর্জিয়াস লুকে ঝড় তুলেছেন অনন্যা (Ananya Panday)। হালকা মেক আপ, ন্যুড লিপস্টিকে ,ন্যুড আইশ্যাডোতে লাস্যময়ী অনন্যা। খোলা চুলে মুগ্ধ হয়েছেন সাইবারবাসী।  

79

অনন্যা পান্ডের হট ফোটোশ্যুটে ঘুম উড়ছে নেটপাড়ার। শরীরী উষ্ণতা জাগাতে বেশ সিদ্ধহস্ত অনন্যা।। গা গরম করা ফোটোশ্যুটে নেটিজেনদের নজরে সর্বদাই থাকেন অনন্যা পান্ডে (Ananya Panday)। এবার ও তার অন্যথা হল না।

89

শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি   'গেহরাইয়া'। শকুন বাত্রা পরিচালিত 'গেহরাইয়া'- ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন অনন্যা পান্ডে (Ananya Panday)।   সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে  বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার চালাচ্ছেন অনন্যা পান্ডে।
 

99

 সকলের সঙ্গে পাল্লা দিয়ে প্রেমোশনে ব্যস্ত অনন্যা পান্ডে (Ananya Panday) । 'গেহরাইয়া' প্রচারে নেমেই সকলের নজর কাড়ছেন বলিউডের এই উঠতি নায়িকা। অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে উন্মুক্ত বক্ষের খাঁজ। খোলা চুলে শরীরী শিহরণ জাগালেন অনন্যা পান্ডে। মায়াবী চোখের চাহনিতে গ্ল্যামারাস লুকে সকলকে মুগ্ধ করেছেন চাঙ্কি কন্যা  ।  'গেহরাইয়া'-ছবির প্রচারে একের পর এক সাহসী পোশাকে ধরা দিয়েছেন অনন্যা পান্ডে । ফোটোশ্যুট থেকে ফ্যাশন, ফিগার থেকে কেরিয়ার সবেতেই শিরোনামে উঠে আসছেন অনন্যা পান্ডে।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos