তবে ছবি, ছুটি কাটানো পরিবার বন্ধু-বান্ধব সব মিলিয়ে অনন্যা এখন বেশ ভালো সময় কাটাচ্ছে। তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মেলে এর একাধিক ঝলক। সেই সূত্র ধরেই বারেবারে সকলের নজরে উঠে আসছেন এই সেলিব্রিটি। বছর ঘুরতেই একাধিক ছবির কাজ, তারি মাঝে বিজ্ঞাপন থেকে মডেলিং কোন দিকে খামতি রাখতে নারাজ অনন্যা।