লাভ স্টোরি ছবিতে রোম্যান্সে সাফ না, তার পরেও কীভাবে ঠোঁট ঠাঁসা চুম্বনে রাজি হলেন অনিল

১৯৪২ লাভ স্টোরি, যার গান থেকে শুরু করে, ছবির সংলাপ, দৃশ্য ও গল্প, সবই গড়েছে ইতিহাস, সেই ছবির প্রস্তাবই বারে বারে ফিরিয়েছিলেন অনিল কাপুর। চেয়েছিলেন ছবিটি অন্য কেউ করুক। নানা জনকে প্রস্তাবও দিয়েছিলেন, কেন জানেন- 

Jayita Chandra | Published : Apr 18, 2021 8:44 AM IST
18
লাভ স্টোরি ছবিতে রোম্যান্সে সাফ না, তার পরেও কীভাবে ঠোঁট ঠাঁসা চুম্বনে রাজি হলেন অনিল

অনিল কাপুরের জীবনের সব থেকে সেরা ছবি ১৯৪২ এ লাভ স্টোরি, কিন্তু সেই ছবিই করতে নারাজ ছিলেন অভিনেতা। সাফ জানিয়েছিলেন, তাঁর পক্ষে করা সম্ভব নয়। 

28

গল্প শুনেই মুগ্ধ হয়েছিলেন অনিল কাপুর। আর ঠিক সেটাই ছিল কারণ, ছবি না করার। তিনি জানিয়েছিলেন  এই গল্পে তাঁকে মানাবে না। 

38

বিশেষ করে রোম্যান্টিক দৃশ্যের জন্য। তিনি খুব একটা রোম্যান্টিক ছবি করেন না। সেভাবে তাঁকে রোম্যান্টিক হিরো হিসেবে দর্শকেরা পাননি সেভাবে। 

48

পাশাপাশি গল্পে এমন এক পুরুষের প্রয়োজন যিনি এভারগ্রিন, লাভ সাগাতে যাঁর উপস্থিতিই যথেষ্ট। কিন্তু ততদিনে অনিল কাপুর বাবা হয়ে গিয়েছেন। 

58

তিনি আরও জানান, শরীরের গড়নেরও ছিল সমস্যা, তাই একের পর এক পরিচালক, প্রযোজকেরা এসে অনুরোধ করলেও তিনি তা করতে চাননি। 

68

ছবির প্রস্তাব দিয়েছিলেন নানা অভিনেতাকে, বুঝিয়েছিলেন ছবিটা করার জন্য। কিন্তু পরবর্তী কোনও রাস্তা না পেয়ে বাধ্য হয়ে ছবিটা করতে হয় তাঁকে। 

78

পাল্টাতে হয় লুক, চুলের ছাঁট, পাশাপাশি চেহারাও করতে হয় ছিমছাম, যাতে তা দেখেই দর্শক মনে এক সতেজ প্রেমের অনুভুতি আসে। 

88

পরবর্তীতে অনিল কাপুর জানিয়েছিলেন, এই ছবি তাঁর কাছে স্মৃতি হয়ে রয়ে গিয়েছে, অক্লান্ত পরিশ্রম করে চরিত্র ফুঁটিয়ে তুলেছিলেন তিনি, ছবিটা না করলে আফসোশ থেকেই যেত। 

Share this Photo Gallery
click me!

Latest Videos