সোনামের থেকে বেশি টাকা চাই করিনার, কারণ শোনা মাত্রই প্রতিক্রিয়া অনিল কাপুরের

Published : Jun 09, 2021, 09:07 AM IST

করিনা কাপুরের লাইফে অধিকাংশ ছবি সুপারহিট। অভিনয় জগতে কখনো তাকে ফিরে তাকাতে হয়নি। ব্লকবাস্টার সুপারহিট হাউসফুল এই শব্দগুলো কারিনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। ছবি পরিচালক থেকে প্রযোজক সকলেরই জানা এই গোপন রহস্য

PREV
110
সোনামের থেকে বেশি টাকা চাই করিনার, কারণ শোনা মাত্রই প্রতিক্রিয়া অনিল কাপুরের

অভিনয় দিয়েই বাজিমাত। এরপর উপরিপাওনা স্টানিং লুক পর্দায় নিজেকে উপস্থাপন করার কায়দা।

210

এই ভাবেই দু'দশক ধরে সকলের মন জয় করে আসছেন বলিউড বেবো। এক কথায় যাকে বলে নিখাদ অভিনয় 

310

তবে বরাবরই করিনা কাপুর বি-টাউনের নানা ইমব্যালেন্স কথা বলতে পিছপা হন না। কখন উঠে আসে অভিনেতা-অভিনেত্রীর মধ্যে থাকা পার্থক্য। কখনো বা স্থান পায় পারিশ্রমিক।

410

বিষয় কম্প্রোমাইজ করতে নারাজ করিনা কাপুর। তিনি মনে করেন মেয়েরাও সমান পরিমাণে একটি ছবি ফেস হতে পারে।

510

কারিনার রেডিও শো এর মাধ্যমে ইদানিং একাধিক তারকা খোলামেলা আড্ডায় মেতে উঠছেন সাইফ পত্নীর সঙ্গে।

610

সম্প্রতি অনিল কাপুরের সঙ্গে খোলামেলা আলোচনায় বসলেন করিনা কাপুর। সেখানে উঠিল ভিরে দি ওয়েডিং ছবি প্রসঙ্গ।

710

অভিনেতা-অভিনেত্রীদের থেকে বেশি টাকা নেয় এ শোনামাত্রই মুখ খুললেন অনিল কাপুর। জানালেন তাকে অনেকেই বলেছিলো কারিনা কাপুর ভিরে দি ওয়েডিং এর জন্য অনেক বেশি টাকা চাইছে।

810

ছবির প্রযোজক ছিলেন অনিল কাপুর। এটা শোনা মাত্রই কোনরকম নেগোসিয়েশনের দিকে না গিয়ে প্রোডাকশন কে জানিয়েছিলেন অনিল কাপুর বেবো যা চাইছে তাই দেওয়া হোক।

910

কিন্তু নিজের ক্ষেত্রে এমনটা পছন্দ করেনা অনিল কাপুর। তিনি বলেন সবসময় সঙ্গেই যুক্ত থাকার আনন্দটাই আলাদা। বর্তমানে বহু ছবি হচ্ছে যেখানে তার পারিশ্রমিক কম।

1010

'অভিনেতা অভিনেত্রী ও তার থেকে অনেক বেশি রোজগার করে। কিন্তু অনেক কম টাকা তেইশ এইসবই সঙ্গে যুক্ত থেকে থাকেন অনিল কাপুর।

click me!

Recommended Stories