'অতিরিক্ত আঘাত সহ্য করতে পারেনি সুশান্ত', এবার কঙ্গনার হাতে অস্ত্র তুলে দিলেন অঙ্কিতা

সুশান্তের আত্মহত্যার খবর সামনে আসার পর থেকেই বলিউডের একাধিক কীর্তিকলাপ সকলের সামনে ফাঁস করে চেলেছেন কঙ্গনা রানাওয়াত। ঠিক কীভাবে সেখানে বহিরাগতদের সঙ্গে আচরণ করা হয়, কী ব্যবহার পেয়ে থাকেন সাধারণ নতুন তারকারা, যা নিয়ে এক কথায় তোলপাড় হয়েছে নেট-দুনিয়া, এবার কঙ্গনার সঙ্গে খোলামেলা কথা বললেন অঙ্কিতা লোখান্ডে। 

Jayita Chandra | Published : Jul 24, 2020 1:32 PM
18
'অতিরিক্ত আঘাত সহ্য করতে পারেনি সুশান্ত', এবার কঙ্গনার হাতে অস্ত্র তুলে দিলেন অঙ্কিতা

সুশান্তের মৃত্যুর পরই নেট দুনিয়ায় বলিউডের পর্দা ফাঁস করে চলেছেন কঙ্গনা রানাওয়াত। বলিউডের সফরে তিনি নিজেও একাধিক বাধার সন্মুখীন হয়েছিলেন। 

28


এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে সপাট নেপোটিজম নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা, জানিয়েছিলেন বহিরাগতদের সঙ্গে ঠিক কী ব্যবহার করে থাকে বলিউড। 

38

একের পর এক তারকাদের জীবন কীভাবে নষ্ট করে দেয় বলিউড মাফিয়া, সুশান্তের মৃত্যুতে বলিউডের কতটা প্রভাব থাকতে পারে তা ক্ষতিয়ে দেখতে এবার পুলিশ সমন পাঠালো কঙ্গনাকে। 

48

এরই মধ্যে কঙ্গনার সঙ্গে কথা হয়েছে অঙ্কিতা লোখান্ডেরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, সুশান্তকে নিয়ে অঙ্কিতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়। 

58

সেখান থেকেই একাধিক তথ্য সুশান্তের বিষয় জানতে পারেন কঙ্গনা, অঙ্কিতার কথায়, একের পর এক অডিশন থেকে বাদ পড়া, আঘাতের পর আঘাত। 

68

অপমান-অবমাননার এক ঘরে করে রাখা সহ্য করতে পারছিলেন না সুশান্ত। অঙ্কিতার কথায় সুশান্তকে ভিষণ রকমভাবে আঘাত করত এই বিষয়গুলো।

78

সঙ্গে আরও জানান অঙ্কিতা, একের পর এক খবরের শিরোনামে উঠে আসা তথ্যও বেজায় কাঁদিয়েছে সুশান্তকে।

88

পাশাপাশি এক অঙ্কিতা অভিযোগ তোলে সুশান্মকে নিয়ে। বলে তাঁদের ভুল পথ দেখানোতেই সমস্যা আরও জটিল হয়ে ওঠে সুশান্তের জন্য। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos