ঐশ্বর্যর সঙ্গে 'Divorce', গুঞ্জনকে তুড়ি মেড়ে ১৩ বছরের সুখী দাম্পত্য, মুখ খুললেন অভিষেক

অভিষেকের  সঙ্গে দেখতে দেখতে ১৩ বছরের দাম্পত্য জীবনও পার করে ফেললেন ঐশ্বর্য। অভিষেক বচ্চনের সঙ্গে ২০০৭ সালের ২০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রেম থেকে বিবাহ, দাম্পত্য, সবেতেই যেন চর্চায় রয়েছেন বচ্চন পরিবার। অভিষেক বচ্চন নাকি ডিভোর্স দিচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চনকে। রাতারাতি এই খবরে উত্তাল হয়েছিল বলিউড।  বচ্চন পরিবারের বিবাহ বিচ্ছেদের খবরে ঘুম উড়েছিল ভক্তদের। যদিও বিবাহ বিচ্ছেদের গুঞ্জনকে তুড়ি মেড়ে ১৩ বছরের সুখী দাম্পত্য অভিষেক-ঐশ্বর্যর। বিবাহ বিচ্ছেদের খবরে কী বলেছিলেন অভিষেক, বিবাহবার্ষিকীতে পুরোনো গসিপে ফের লাইমলাইটে এই জুটি। 

Riya Das | Published : Apr 20, 2021 6:54 AM IST
110
ঐশ্বর্যর সঙ্গে 'Divorce', গুঞ্জনকে তুড়ি মেড়ে ১৩ বছরের সুখী দাম্পত্য, মুখ খুললেন অভিষেক

প্রেম থেকে বিবাহ, দাম্পত্য, সবেতেই যেন চর্চায় রয়েছেন বচ্চন পরিবার। বিবাহবার্ষিকীতে পুরোনো গসিপে ফের লাইমলাইটে এই জুটি।

210


 অভিষেক বচ্চনের সঙ্গে ২০০৭ সালের ২০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছিলেন ঐশ্বর্য।দেখতে দেখতে ১৩ বছরের দাম্পত্য জীবনও পার করে ফেললেন ঐশ্বর্য। 

310


রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া।  অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন পরিবার। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্যও মুখিয়ে রয়েছে ভক্তরা।

410

অভিষেক বচ্চন নাকি ডিভোর্স দিচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চনকে। রাতারাতি এই খবরে উত্তাল হয়েছিল বলিউড।  বচ্চন পরিবারের বিবাহ বিচ্ছেদের খবরে ঘুম উড়েছিল ভক্তদের।
 

510

 বিবাহ বিচ্ছেদের ভুয়ো ভিডিও ক্লিপিংস শোনার পরেই প্রচন্ড রেগে গেছিলেন অভিষেক বচ্চন। সংবাদমাধ্যম যখন অভিষেককে তাদের বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করে তখনও অভিনেতা বেজায় চটে গিয়েছিলেন।

610

 বিবাহ বিচ্ছেদের ভুয়ো ভিডিও ক্লিপিংস শোনার পরেই প্রচন্ড রেগে গেছিলেন অভিষেক বচ্চন। সংবাদমাধ্যম যখন অভিষেককে তাদের বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করে তখনও অভিনেতা বেজায় চটে গিয়েছিলেন।

710


মিডিয়ার দ্বারা কখনওই কারোর ব্যক্তিগত জীবন পরিচালিত হতে পারে না। মিডিয়া নিজের স্বার্থেই যখন যা কিছু বলে দিতে পারে। তবে সবসময় মিডিয়াকে খুশি রাখা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছিলেন অভিষেক

810

অভিষেক আরও জানিয়েছিলেন, সম্পর্কের মধ্যে যেটা সবথেকে  দরকার সেটা হল বোঝাপড়া। ঝগড়া সব সম্পর্কেই থাকবে। কিন্তু কমিউনিকেশন ঠিক থাকলেই সব সমস্যার সমাধান সম্ভব। এবং এটাই বিশ্বাস করেন অভিষেক।

910

 যদিও বিবাহ বিচ্ছেদের গুঞ্জনকে তুড়ি মেড়ে ১৩ বছরের সুখী দাম্পত্য অভিষেক-ঐশ্বর্যর। বিবাহ বিচ্ছেদের খবরে কী বলেছিলেন অভিষেক, বিবাহবার্ষিকীতে পুরোনো গসিপে ফের লাইমলাইটে এই জুটি।

1010

বিয়ের  চার বছরের মাথায় ২০১১ সালে মেয়ের জন্ম দেন ঐশ্বর্য, মেয়ের নাম আরাধ্যা। বর্তমানে মেয়েকে নিয়ে সুখী গৃহকোণ ঐশ্বর্য-অভিষেকের।

Share this Photo Gallery
click me!

Latest Videos