মারাঠি ছবি 'মালশি প্যাটার্ন ' -এর গল্প অবলম্বনেই 'অন্তিম ' (Antim) ছবিটি তৈরি করেছেন মহেশ মঞ্জরেকর। আর সলমনের ছবিক গল্প-চিত্রনাট্য-অভিনয় সবকিছুই যেন থাকে সমানে সমানে। 'অন্তিম'-এও কি তেমনটা হল, নাকি সলমনের জায়গাটা অনেকটাই নিয়ে নিল আয়ুষ শর্মা। তবে সলমনের মতোই মাসল ম্যান কি হয়ে উঠতে পারলেন আয়ুষ (Ayush Sharma) , তার উত্তর সময়ই বলবে।