Antim Premier : অন্তিম-এর বক্স অফিসে কি কল্কে পাবেন আয়ুষ, কী অপেক্ষা করছে অভিনেতার ভাগ্যে

সলমন খান মানেই ব্লকব্লাস্টার,সলমন খান মানেই ধুন্ধুমার অ্যাকশন, সলমন খান মানেই সুপারহিটের তকমা,  আবার সলমন খান মানেই বক্স অফিসে লক্ষ্মীলাভ। তবে এবার সলমন খান একা নন, বরং সলমনের ভগ্নিপতী আয়ুষ শর্মা রয়েছেন তার সঙ্গে। সলমন ও আয়ুষের জমজমাট অ্যাকশনে ভরপুর ছবি 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ' নিয়ে ইতিমধ্যেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।  সদ্যই বড় পর্দায় মুক্তি পেল সলমন খান ও আয়ুষ শর্মা অভিনীত  'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ'। তবে এই ছবিতেই কি বক্স অফিসে কি কল্কে পাবেন আয়ুষ, কী অপেক্ষা করছে অভিনেতার ভাগ্যে। 
 

Riya Das | Published : Nov 27, 2021 11:06 AM IST
110
Antim Premier : অন্তিম-এর বক্স অফিসে কি কল্কে পাবেন আয়ুষ, কী অপেক্ষা করছে অভিনেতার ভাগ্যে

সলমন খান (Salman Khan) পর্দায় আসা মানেই সুপারহিটের তকমা থেকে বক্স অফিসে লক্ষ্মীলাভ। সদ্যই বড় পর্দায় মুক্তি পেল সলমন খান অভিনীত ছবি (Antim) 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ'। মুম্বইয়ের এক মাল্টিপ্লেক্সেই হয়ে গেল ছবির স্ক্রিনিং। 

210

ছবিতে সলমন খান (Salman Khan) একা নন, বরং সলমনের ভগ্নিপতী আয়ুষ শর্মা (Ayush Sharma) রয়েছেন তার সঙ্গে। সলমন ও আয়ুষের জমজমাট অ্যাকশনে ভরপুর ছবি 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ' নিয়ে ইতিমধ্যেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।  

310

'অন্তিম ' ছবিতে সলমন খানের (Salman Khan) সঙ্গে তার ভগ্নিপতী আয়ুষ শর্মাকে (Ayush Sharma) নিয়েও দর্শকদের প্রত্যাশা বেড়েছে ।  দুঃসাহসী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সলমন খানকে রাজবীর সিংহের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের ভাইজানকে।

410

ছবির ট্রেলার ও টিজার আগেই মুক্তি পেয়েছে এছাড়াও ছবির গানও মুক্তি পেয়েছে আগেই। ফের সলমন খানকে যে অ্যাকশন অবতারে দেখতে পাবেন তা জেনেই অনুরাগীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। ছবিতে ভাইজানের এন্ট্রি থেকে শার্ট  খুলে মারপিট সবটাই রয়েছে। তবুও যেন এ ছবি সলমনের (Salman Khan) নয়।
 

510

'লাভযাত্রী' ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন (Salman Khan) সলমন খানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুষ শর্মা (Ayush Sharma) । যদিও সেই ছবিতে আয়ুষ কারোর মনেই সেভাবে দাগ কাটতে পারেননি। তবে প্রথমবার সলমনের সঙ্গে জুটি বেধে কিছু একটা যে ধামাকা  করতে চলেছেন তার আঁচ আগেই পেয়েছিলেন।

610

 'অন্তিম' (Antim) ছবিতে কুখ্যাত গ্যাংস্টারের চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন সলমনের ভগ্নিপতী  আয়ুষ শর্মা (Ayush Sharma) । তবে 'অন্তিম '-এর বক্স অফিসে কি কল্কে পাবেন আয়ুষ, কী অপেক্ষা করছে অভিনেতার ভাগ্যে, তা দেখতেই মুখিয়ে রয়েছেন সকলে।

710

'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ'-এর  (Antim) জন্য একপ্রকার নিজেকে গড়েপিটে নিয়েছেন অভিনেতা আয়ুষ শর্মা (Ayush Sharma) । অভিনেতার শারীরিক পরিবর্তন দেখে মুগ্ধ দর্শকদের বড় অংশ। প্রতি পদে পদে অভিনয়ের খুঁটিনাটি নিয়ে  সলমন সাহায্য করেছেন ভগ্নিপতি আয়ুষকে। সেকথা নিজেই জানিয়েছেন অভিনেতা।

810

সলমন খান (Salman Khan) যে বোন অর্পিতার  স্বামীর উপর বড় অঙ্কের টাকা লগ্নি করেছেন সেকথা সবারই জানা। তাই আয়ুষের (Ayush Sharma) উপর একটা চাপ তো রয়েইছে।  আর তার উপর সলমনের সম্মান রক্ষা করাটাও আয়ুষেরই কর্তব্য। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে নিজেক উজাড় করে দিয়েছে আয়ুষ শর্মা।

910

মারাঠি ছবি  'মালশি প্যাটার্ন ' -এর গল্প অবলম্বনেই  'অন্তিম ' (Antim) ছবিটি তৈরি করেছেন মহেশ মঞ্জরেকর। আর সলমনের ছবিক গল্প-চিত্রনাট্য-অভিনয় সবকিছুই যেন থাকে সমানে সমানে। 'অন্তিম'-এও কি তেমনটা হল, নাকি সলমনের জায়গাটা অনেকটাই নিয়ে নিল আয়ুষ শর্মা। তবে সলমনের মতোই মাসল ম্যান কি হয়ে উঠতে পারলেন আয়ুষ (Ayush Sharma) , তার উত্তর সময়ই বলবে।

1010

সলমনের ছবি মানেই বক্স অফিসে লক্ষ্মীলাভ। আর এবার সলমনের (Salman Khan) সঙ্গে আয়ুষ (Ayush Sharma) রয়েছে, সুতরাং ভক্তদের প্রত্যাশাও আরও বেড়ে গেছে। ছবি মুক্তির প্রথমদিনে কেমন ব্যবসা করল (Antim) 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ'। সূত্র বলছে, প্রথমদিনেই ৪.২৫ থেকে ৪.৫০ কোটি টাকার মতো ব্যবসা করেছে। তবে ছবি নির্মাতা আশা রাখছেন শনি ও রবিবার বক্স অফিস কালেকশন আরও ভাল হতে চলেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos