বি-টাউনের মোস্ট পপুলার লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও। কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে বলিউডের ভাইজানের (Salman Khan)। বলি অভিনেত্রী বিজলানির ( Sangeeta Bijlani) সঙ্গে সম্পর্কে ছিলেন ভাইজান, যা নিয়ে পেজ থ্রি-র পাতাও সরগরম ছিল। সূত্রের খবর, ১৯৯৪ সালে ২৭ মে বিয়ের ডেটও পাকা হয়ে গিয়েছিল সলমন-সঙ্গীতার। যদি তা আর হয়ে ওঠেনি।