'রাধিকার নগ্ন ছবি লিকের দায় আমার', প্রকাশ্যে জানিয়েছিলেন পরিচালক

রাধিকা আপটের নগ্ন ভিডিও এক সময় নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। কুড়ি মিনিটের একটি শর্টফিল্মের জন্য তোলা এই দৃশ্য মুিহূর্তে ছড়িয়ে পড়েছিল নেট পাড়ায়। ছবির পরিচালনাতে ছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। পরবর্তীতে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছিলেন অনুরাগ। জানিয়েছিলেন, এর দায় তাঁর। 

Jayita Chandra | Published : May 27, 2020 12:14 PM IST
19
'রাধিকার নগ্ন ছবি লিকের দায় আমার', প্রকাশ্যে জানিয়েছিলেন পরিচালক

এক আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য এই শর্টফিল্ম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। 

29

এই শর্টফিল্মের গল্প নেওয়া হয়েছিল একটি সত্য ঘটনা অবলম্বনে। সেই গল্পের তাগিদেই প্রয়োজন ছিল অভিনেত্রীর নগ্ন শ্যুট। 

39

ছবিতে মাত্র কযেকমিনিটে রাধিকা আপটেকে নগ্ন হতে হয়েছিল, ছবিতে দেখানো হয়েছিল উন্মুক্ত অবস্থাতে। কিন্তু তা কোনও সঙ্গমের দৃশ্য ছিল না। 

49

এই দৃশ্য গ্রহণের সময় পরিচালক একাধিক সতর্কতা নিয়েছিলেন, যাতে রাধিকার কোনও রকমের সমস্যা না হয়। 

59

শ্যুটিং সেটে সকলেই ছিলেন মহিলা কর্মী। সকলের সঙ্গেই ছিল না ফোন। যার ফলে শ্যুটিং ফ্লোর থেকে তা লিক হওয়ার কোনও সম্ভাবনাই ছিল না। 

69

যখন এই দৃশ্য এডিট টেবিলে গিয়েছিল তখনও তা পিক্সেল পরিবর্তন করে শ্যুট করা হয়েছিল। তবে কীভাবে এই ভিডিও বেড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়!

79

প্রশ্ন করাতে সাফ উত্তর দিয়েছিলেন পরিচালক, এটি নিউইয়র্কে পাঠানোর সময় লিক হয়ে থাকবে। তার দায় নিঃসন্দেহে তাঁর নিজের। 

89

সেখান থেকেই এই ভিডিও ছড়িয়ে পড়তে পারে। কারণ তার আগে পর্যন্ত নিজেই পরিচালক সবটা সামলে ও যত্নেই রেখেছিলেন বলেও দাবি করেন। 

99

যদিও এই বিতর্কে জড়িয়ে পড়ার পর রাধিকা আপটে বেশ কিছুটা ভেঙে পড়েছিলেন। সকলের হাতে হাতে ভিডিও ছড়িয়ে পড়াতে অস্বস্তিতেও পড়েছিলেন তিনি। যদিও প্রকাশ্যে এ নিয়ে এখনও তিনি মুখ খোলেননি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos