ছবির নাম এন এইচ টেন (NH10), এক ভয়াবহ ধর্ষণের দৃশ্য চিত্রনাট্যে থাকায় অনুষ্কা (Anushka Sharma)-কে তৈরি হতে হয়েছিল আগে থেকেই, তিনি জানতেন এটা একটা শুটিং, ক্যামেরা রয়েছে চারপাশে, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে থেকে ভয়ানকভাবে ধর্ষণ বাস্তবে একটা মেয়েকে কি করে ঝাঁঝরা করে দেয়, তা পরতে পরতে অনুভব করছিলেন তিনি।