হাসপাতাল জুড়ে কড়া নিরাপত্তা, নেই শুভেচ্ছার বালাই, নেটমহল হন্যে হয়ে খুঁজছে বিরুস্কার সন্তানের একটা ছবি

সোমবার দুপুরে মিলেছিল সুসংবাদ। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তখন থেকেই হন্যে হয়ে নেট দুনিয়া হাতরে বেড়াচ্ছে ভক্ত মহল। কিভাবে পাওয়া যায় একটা ছবি! মিল ছিল না তার হদিশ, কারণ একটাই, বিরাট কোহলি।

Jayita Chandra | Published : Jan 14, 2021 9:27 AM
19
হাসপাতাল জুড়ে কড়া নিরাপত্তা, নেই শুভেচ্ছার বালাই, নেটমহল হন্যে হয়ে খুঁজছে বিরুস্কার সন্তানের একটা ছবি

 

প্রথম থেকেই এই জুড়ি খুব একটা পছন্দ করেন না তাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করা হোক। 

29

বাড়ে বাড়ে তা প্রকাশ্যে বুঝিয়ে দিয়েছেন বিরাট-অনুষ্কা। ডেলিভারি ঠিক আগের মুহূর্তে ভাইরাল হয়েছিল তাদের ছবি।

39

ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন অনুষ্কা। এই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পরে বিরক্তি প্রকাশ করেছিলেন অনুষ্কা।

49

জানিয়েছিলেন তাদের একা ছেড়ে দেওয়ার কথা। একই কথা আবারো বলেন বিরাট তার সন্তানের জন্মের পর। 

59

সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে তিনি লিখেন এই সময়ের সকলে তাদের প্রাইভেসিকে সম্মান দেবে এমনটাই আশা রাখেন তিনি।
 

69

ঠিক একই কারণে হাসপাতাল জুড়েও স্থাপন করা হয়েছে কড়া নিরাপত্তা। মুম্বাই হাসপাতলে প্রবেশ নিষেধ সকলের। 

79

 

না কোন পরিবার পরিজন না কোন কাছের বন্ধু বা পরিচিত মানুষ। কেউ প্রবেশ করতে পারছেনা অনুষ্কার কাছে। 

89

জানানো যাচ্ছে না শুভেচ্ছা বার্তা। কন্যা সন্তানকে যেখানে রাখা হয়েছে সেখানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা তুঙ্গে। 

99

সেখান থেকে সদ্যজাত এর ছবি যাতে ছড়িয়ে না পড়ে তেমনই নির্দেশ দেয়া হয়েছে বিরাট এর পক্ষ থেকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos