সোশ্যাল মিডিয়ায় খোলা বইয়ের মত বিরুষ্কার লাভস্টোরি, মাঠে চমক থেকে বেবিবাম্প, ভাইরাল জুটির পথচলা

প্রথমে কেবলই ছিল কানাঘুষো খবর। তখন অনুষ্কা বম্বে ভেলভেটের প্রমোশনে ব্যস্ত। নানা দিক থেকে একটাই প্রশ্ন ধেঁয়ে আসছে, বিরাটের সঙ্গে সম্পর্কটা ঠিক কী! উত্তর দিতে পারেননি তখন অনুষ্কা। আজ সেই জুটিই দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র...

Jayita Chandra | Published : Dec 11, 2020 5:18 AM IST
18
সোশ্যাল মিডিয়ায় খোলা বইয়ের মত বিরুষ্কার লাভস্টোরি, মাঠে চমক থেকে বেবিবাম্প, ভাইরাল জুটির পথচলা

বিরুষ্কার পোষ্ট মানেই তা মুহূর্তে ভাইরাল নেট পাড়ায়। প্রেম নিয়ে জল্পনা শুরু সেই খেলার মাঠ থেরেই। একে অন্যকে ডেটিং-এ তখন ব্যস্ত। 

28

বিরাটের হারা জেতা নাকি তখন নির্ভর করছিল কেবল অনুষ্কাই ওপর। ট্রোল থেকে শুরু করে কটু কথা, সবই হজম করেছেন অনুষ্কা। 

38

কিন্তু হঠাৎ একদিন সকলকে চুপ করিয়ে সামনে আসে বিয়ের দিন। সেখান থেকেই পথ চলা শুরু এই জুটির। ট্রিপ থেকে শুরু করে রিলেশন গোল সকলকে তাক লাগিয়েছেন তাঁরা। 

48

অবসরে অনুষ্কা বিরাটে একাধিকবার মেতেছেন পাহাড় করে। কখনও আপস কখনও আবার ভুটান সফর। একান্তে ছবিও করেছেন শেয়ার। 

58

এভাবেই কেটে যায় দুটি বছর। বিয়ের তৃতীয় বছর কাটে একান্তে, নিজেদের সময় অনেকটা হাতে নিয়ে। লকডাউনেই আরও কাছাকাছি আসা। 

68

এই সময়ই বড় সিদ্ধান্ত, দুই থেকে তিনের পথে বিরাট ও অনুষ্কা। আরও একধাপ পরিণতের দিকে এগিয়ে গেল এই জুটির সম্পর্ক। 

78

এভাবেই দেখতে দেখতে কেটে গেল তিনটি বছর। আর সেই তৃতীয় বিবাহ বার্ষিকীতেই এক আবেগঘন পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়াক করেন বিরাট। 

88

এবার কেবল খুদে সদস্যের আসার অপেক্ষায় দিন গুণছেন ভক্তমহলে। জানুয়ারীতেই মিলবে সুখবর। এমনটাই জানিয়েছিলেন অনুষ্কা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos