মা হওয়ার আগের মুহূর্তগুলি এভাবেই উপভোগ করছেন অনুষ্কা, বিরাট খুঁজে পেলেন নিজের গোটা 'পৃথিবী'

Published : Sep 13, 2020, 11:32 PM IST

অনুষ্কা শর্মা বিরাট কোহলির সবকিছুই যেন রূপকথার মত। তাঁদের প্রেমকাহিনি থেকে শুরু করে বিয়ে সমস্তই ভক্তদের কাছে স্বপ্নের মত। সেই রূপকথা থেকে এখন তাঁদের নতুন পথচলা। দুই থেকে এবার তিন হতে চলেছেন খুব শীঘ্রই। হঠাৎ বিয়ে করে যেমন চমকে দিয়েছিলেন বিরুষ্কা তেমনই আসন্ন সন্তানের খবর দিয়ে চমক দিয়েছেন তাঁরা। প্রথম সন্তানের আসার আগেই চলছে বিভিন্ন প্রস্তুতি। এই মুহূর্তগুলিই আনন্দে ভরে উঠছেন অনুষ্কা। 

PREV
18
মা হওয়ার আগের মুহূর্তগুলি এভাবেই উপভোগ করছেন অনুষ্কা, বিরাট খুঁজে পেলেন নিজের গোটা 'পৃথিবী'

বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অনুষ্কা। অন্তঃসত্ত্বা অবস্থায় সমুদ্রসৈকতে ছুঁটে গিয়েছেন তিনি। 

28

সেখানেই সময় কাটাচ্ছেন একান্তে। তবে একা তিনি অবশ্য নন। সঙ্গে সম্ভবত চেনা কেউ ছিলেন যিনি ছবিটি তুলেছেন। 

38

সেখানেই সময় কাটাচ্ছেন একান্তে। তবে একা তিনি অবশ্য নন। সঙ্গে সম্ভবত চেনা কেউ ছিলেন যিনি ছবিটি তুলেছেন। 

48

বিরাট কোহলি পোস্টে লিখেছেন, "আমার গোটা পৃথিবীটা একটা ছবির মধ্যেই রয়েছে।"

58

মৌনি রায়, করিনা কাপুর থেকে দিয়া মিরজা, জারিন খান সকলেই মন্তব্য করেছেন ছবিতে। 

68

অনুষ্কার এবং বিরাট গত ২৭ অগাস্ট জানান এই সুখবর। অনুষ্কার বেবি বাম্প দেখেই অবাক সকলে। 

78

এতদিন সেলেব দম্পতি চেপে রেখেছিলেন খবরটি। তাঁদের একের পর এক খেলার এবং বিনোদন জগতের তারকারা।

88

আগামী বছর জানুয়ারি নাগার ডেলিভারির ডেট রয়েছেন অনুষ্কার। সেই অপেক্ষার প্রহরই গুনছে সকল ভক্তরা।   

click me!

Recommended Stories