বিতর্ক তুঙ্গে, সুশান্তকে কোনও দিনই ড্রাগস নিতে দেখেননি, দাবি প্রাক্তন ড্রাইভারের

Published : Sep 13, 2020, 04:17 PM IST

সুশান্ত সিং রাজপুতের তদন্তে একাধিক তথ্য এখন ভাইরাল। সব থেকে বেশি আ বিটাউনে চাঞ্চল্যতা সৃষ্টি করেছে তা হল মাদক সেবন। একের পর এক তারকার নাম উঠে আসছে এই তালিকাতে। বর্তমানে রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তী সহ অনেকেই জেল হেফাজতে। প্রথম এই ড্রাগ সেবনের প্রসঙ্গ উঠে আসে খোদ সুশান্তের নামেই। এবার পাল্টা বয়ান দিল সুশান্তের প্রাক্তন ড্রাইভার। 

PREV
18
বিতর্ক তুঙ্গে, সুশান্তকে কোনও দিনই ড্রাগস নিতে দেখেননি, দাবি প্রাক্তন ড্রাইভারের

একাধিক তথ্যে উঠে এসেছে সুশান্ত সিং রাজপুত গাঁজা সেবন করতে ড্রাগসও নিতেন। খোদ রিয়া চক্রবর্তীই এমনটা জানিয়েছিলেন।

28

সামনে এসেছিল সুশান্তের জন্য মারিজুয়ানা আনার খবরও। সুশান্তের গাড়ির চালক জানিয়েছিলেন তিনি নিজেই সুশান্তকে গাঁজা এনেদিতেন। 

38

এমন কী সামনে আসে সুশাব্তের মৃত্যুর কয়েকদিন আগেও তাঁকে গাঁজা ভরে সিগারেট বানিয়ে দিয়েছিলেন তিনি। 

48

যে প্যাকেটটা নাকি পাওয়া গিয়েছিল খালি অবস্থায় সুশান্তের ঘর থেকে। তবে এবার উল্টো সুর সুশান্তের প্রাক্তন চালকের গলায়। 

58

তাঁর দাবি তিনি দীর্ঘ দিন সুশান্তের দাড়ি চলিয়েছেন কিন্তু কোনও দিনই দেখেননি সুশান্তকে মাদক সেবন করতে। 

68

অথচ এরি মাঝে সামনে উঠে আসে সুশান্ত নাকি কেদারনাথ ছবির শ্যুট থেকেই সুশান্ত নাকি গাঁজার নেশা করতেন। 

78

এরপর তা প্রকাশ্যে এসেছে রিয়া চক্রবর্তীর বয়ানে। তাঁর কথায় সুশান্তই নাকি তাঁকে গাঁজা আনতে বলতেন।

88

যদিও এই পর্বে সুশান্তের এই গাঁজা সেবনে ভূমিকা কতটা তা স্পষ্ট নয়। বর্তমানে মুম্বইয়ে ছড়িয়ে থাকা মাদক চক্রকেই পাখির চোখ করেছে এনবিসি। 

click me!

Recommended Stories