Published : Sep 14, 2020, 08:36 AM ISTUpdated : Sep 14, 2020, 08:52 AM IST
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি, একে অন্যকে যে চোখে হারায় তা আর বলার অপেক্ষা রাখে না। তা আরও একবার প্রমাণ হয়ে গেল। তবে এবারে এই জুটির ভালোবাসা যে এক ভিন্ন পর্যায় তা আরহ বলার অপেক্ষা রাখে না। সময়ের সঙ্গে বদলাতে থাকা সম্পর্কের সমীকরণে, এখন কেবলই এক নতুন প্রাণের অনুভূতি...
বিরুষ্কা এখন সম্পর্কের নয়া মোড় দাঁড়িয়ে। তাই কাছ থেকে উপঙোগ করা প্রতিটা মুহূর্তই যেন এক একটি স্মৃতি।
210
অগাস্ট মাসেই প্রকাশ্যে এসেছিল খবর, অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা। লকডাউনে পরিবার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি।
310
দু থেকে তিনের পথে, কমেন্ট করে অনুষ্কার বেবিবাম্পের ছবিও শেয়ার করেছিলেন বিরাট কোহলি।
410
যা মুহূর্তে ছড়িয়ে পড়েছিল। এবার সামনে এল অনুষ্কা শর্মার এক নয়া পোস্ট। বিচের ধারে দাঁড়িয়ে আবেগঘন অনুষ্কা।
510
সৃষ্টি সুখের আনন্দেই গা ভাসালেন তিনি। লিখলেন নিজের মধ্যে বেড়ে উঠছে এক নতুন প্রাণ। এর অনুভূতিই ভিন্ন।
610
অনুষ্কার বেবিবাম্পের ছবি হয়ে উঠল আরহও একবার ভাইরাল। মুহূর্তে তা সকলের নজরও কাড়ে।
710
তবে সব থেকে বেশি যা ভক্তদের মন ছুঁয়ে যায়, তা হল বিরাটের আবেগ ঘন পোস্ট। অনুষ্কাকে নিয়ে তাঁর করা কমেন্টেই বাজিমাত।
810
একটা ফ্রেমেই আমার গোটা পৃথিবী। এই পোস্টের মধ্যে দিয়েই এক অন্য বিরাটকে পেল ভক্তরা। যা মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে।
910
অনুষ্কার এই পোস্টে কমেন্ট করলেন, বলিউডের আরও এক হবু মা করিনা কাপুর।
1010
করিনার কথায় সব থেকে বেশি সাহসিকতা, সন্তান ধারণের অনুভুতি করিনার কাছে নতুন নয়, তাই সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন অনুষ্কার সঙ্গে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।