Published : Sep 14, 2020, 08:36 AM ISTUpdated : Sep 14, 2020, 08:52 AM IST
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি, একে অন্যকে যে চোখে হারায় তা আর বলার অপেক্ষা রাখে না। তা আরও একবার প্রমাণ হয়ে গেল। তবে এবারে এই জুটির ভালোবাসা যে এক ভিন্ন পর্যায় তা আরহ বলার অপেক্ষা রাখে না। সময়ের সঙ্গে বদলাতে থাকা সম্পর্কের সমীকরণে, এখন কেবলই এক নতুন প্রাণের অনুভূতি...