Published : Dec 21, 2020, 10:14 PM ISTUpdated : Dec 21, 2020, 10:17 PM IST
ভরামাসে জীবনের সেরা মুহূর্তে রয়েছেন অনুষ্কা শর্মা। মা হতে চলেছেন তিনি। বর্তমানে বেবি বাম্প সমেত তাঁর ছবিগুলি দেখে মুগ্ধ হচ্ছে দেশবাসী। অনুষ্কার পাশাপাশি বিনোদন ও ক্রিকেটপ্রেমী মানুষেরা প্রহর গুনছেন ক্রমশ। কবে আসবে ছোট্ট অনুষ্কা বা খুদে কোহলি। সেই নিয়ে নানা চর্চা নেটদুনিয়ায়। অনুষ্কা শর্মা বিরাট কোহলির সবকিছুই যেন রূপকথার মত। তাঁদের প্রেমকাহিনি থেকে শুরু করে বিয়ে সমস্তই ভক্তদের কাছে স্বপ্নের মত। সেই রূপকথা থেকে এখন তাঁদের নতুন পথচলা।
দুই থেকে এবার তিন হতে চলেছেন খুব শীঘ্রই। হঠাৎ বিয়ে করে যেমন চমকে দিয়েছিলেন বিরুষ্কা তেমনই আসন্ন সন্তানের খবর দিয়ে চমক দিয়েছেন তাঁরা।
29
প্রথম সন্তানের আসার আগেই চলছে বিভিন্ন প্রস্তুতি। এই মুহূর্তগুলিই আনন্দে ভরে উঠছেন অনুষ্কা।
39
কখনও বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন অনুষ্কা। অন্তঃসত্ত্বা অবস্থায় স্যুইমিং পুলে ডুব দিতে প্রস্তুত তিনি।
49
অভিনেত্রীর একাধিক পোস্ট একেবারেই লার্জার দ্যান লাইফ নয়। বরং আর পাঁচটা মানুষের রিলেট করার মত।
59
তাই অনুষ্কার পোস্টে সকলেই নিজেকে খুঁজে পায়। যা অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে খুঁজে পাওয়া যায় না।
69
অনুষ্কাকে এবার দেখা গেল গাড়ির মধ্যে চিন্তিত অবস্থায়। ভরা মাসে যেখানে মায়েদের চিন্তা থাকা একেবারেই উচিত নয় সেখানে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তাঁকে।
79
গাড়ির মধ্যে কালো পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাও আবার মাস্ক নামানো অবস্থায়। যা দেখে রীতিমত চিন্তায় পড়ে গিয়েছে অনুরাগীরা।
89
করনা আবহে গর্ভবতীদের অত্যন্ত সাবধানে রাখার পরমার্শ দিচ্ছেন প্রত্যেক চিকিৎসকরা। অনুষ্কাও সাবধানেই রয়েছেন।
99
কিছু সংখ্যক নেটিজেনদর অনুমান, জল খেতে গিয়েই হয়তো মাস্ক নামিয়েছিলেন তিনি। এতে এত চিন্তিত হওয়ার কিছু নেই।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।